Sundarban : বাঘের হামলায় ফের মৃত্যু হল এক মৎস্যজীবীর। সুন্দরবনের (Sundarban) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল ওই ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি (Kultali) এলাকায়। কাঁকড়া ধরার সময়ই জঙ্গল থেকে একটি বাঘ (Tiger) বেরিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালায়। মৃতের নাম সঞ্জয় চক্রবর্তী। বাড়ি কুলতলী বিধানসভার মৈপিঠ কোস্টাল থানার নগানাবাদ এলাকায়। প্রতিবেশী ও পরিবার সুত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঞ্জয় সহ মোট তিনজন ছিলেন সেই দলে। শনিবার বিকেলে সুন্দরবনের জঙ্গলে সঞ্জয় চক্রবর্তীকে বাঘ আক্রমণ করে। সঙ্গী মৎস্যজীবীরা তাকে উদ্ধার করে শনিবার গভীর রাতে মৈপিঠের নগেনাবাদে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঞ্জয় চক্রবর্তীকে কলকাতায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই জখম মৎস্যজীবীর মৃত্যু হয়েছে আজ সকালে।
97510512
সেই দলের অন্য এক সদস্য এদিন বলেন, “জঙ্গলের ধার দিয়ে যাওয়ার সময় আচমকা বাঘ হামলা চালায়। নৌকায় বসেছিলেন সঞ্জয়। বাঘ তাঁকে নিয়ে জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাকিরা বুঝতে পেরে লাঠি নিয়ে তাড়া করে কোনওরকমে সঞ্জয়কে বাঘের মুখ থেকে কেড়ে আনি। যদিও শেষ রক্ষা করা যায়নি”। যে জঙ্গলে বাঘ হামলা চালায়, সেই এলাকা
সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের
মধ্যে পড়ে। এই বিষয়ে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের (Sundarban Tiger Reserve Forest) অতিরিক্ত ফিল্ড ডিরেক্টর সৌমেন মন্ডল বলেন, “ওই জায়গায় কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং এই হামলার ঘটনায় আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই। তথ্য আসার পরেই আমরা এই বিষয়ে বিশদে জানাতে পারব”।
97512743
এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আয়লা, আমফান, যশের মত ঘুর্ণিঝড়ের প্রভাবে চাষবাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন সুন্দরবনের মানুষের জীবন জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া ধরার উপরেই নির্ভর করে। প্রানের ঝুঁকি থাকলেও তা নিয়েই গভীর জঙ্গলে যেতে হয় মাছ বা কাঁকড়া ধরতে”। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ প্রসঙ্গত, সুন্দরবনের জঙ্গল লাগোয়া
মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে মৎস্যজীবীদের বাঘের হামলার মুখে পড়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগেই একইভাবে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছিল কুলতলির এক বাসিন্দার।