Guru Chandal Yog In Aries: ২৩ এপ্রিল থেকে মেষ রাশিতে সৃষ্টি হতে চলেছে গুরু চাণ্ডাল যোগ। এই যোগ ৬ মাস পর্যন্ত থাকবে। এই সময়কালে ৩ রাশি জীবনে প্রবল সমস্যা দেখা দেবে। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন।
বিভিন্ন অশুভ যোগের মধ্যে অন্যতম হল গুরু চাণ্ডাল যোগ। দেবগুরু বৃহস্পতি ও রাহুর যুতি এই অতি অশুভ যোগের নির্মাণ করে। চলতি বছর এই তৈরি হতে চলেছে। গুরু চাণ্ডাল যোগের প্রভাবে দেশ ও মানবজীবনে বিপর্যস্ত দেখা দিতে পারে। চলতি বছর ২৩ এপ্রিল থেকে গুরু চাণ্ডাল যোগ তৈরি হবে। এই তারিখে মেষ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। মেষ রাশিতে আগে থেকেই রাহু গোচর করছে। ২৩ এপ্রিল এখানে বৃহস্পতি আসায় এই দুই বিপরীত স্বভাবের গ্রহের মধ্যে যুতি হবে। শাস্ত্র মতে গুরু-চাণ্ডাল যোগ সমস্ত রাশির জীবনকে প্রভাবিত করবে। কিন্তু এই যোগের প্রভাবে তিন রাশির জাতকের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে। গুরু চাণ্ডাল যোগ কোন রাশির জীবনে বিপর্যয় ডেকে আনছে তা জেনে নিন। তার আগে কবে এই যোগের নির্মাণ হবে এবং কত দিন থাকবে তা-ও জানানো হল এখানে।
গুরু চাণ্ডাল যোগ
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃহস্পতি ও রাহুর যুতির প্রভাবে গুরু চাণ্ডাল যোগের নির্মাণ হয়। ২৩ এপ্রিল এই যোগ নির্মিত হবে। ৩০ অক্টোবর পর্যন্ত এটি থাকবে। ৩০ অক্টোবর রাহুর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যোগের প্রভাব শেষ হবে। অতএব ২৩ এপ্রিল থেকে ৬ মাস পর্যন্ত গুরু চাণ্ডাল যোগের প্রভাব থাকবে। জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠীতে এই অশুভ যোগের নির্মাণ হয়, তাঁদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। জাতক নিজের ইচ্ছাপূরণের জন্য সমস্ত সীমা ছাড়িয়ে যান। এ সময় সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারেন না এই রাশির জাতকরা। চাণ্ডাল যোগের প্রভাবে জাতক চরমপন্থী ও হিংস্র হয়ে ওঠে।
মেষ রাশি (Aries Zodiac)
গুরু চাণ্ডাল যোগ মেষ রাশির জাতকদের প্রচুর ক্ষতি করতে পারে। আপনার রাশির লগ্ন স্থানে এই যোগ নির্মিত হচ্ছে। এর প্রভাবে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস কমবে। পাশাপাশি জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। আবার ২২ এপ্রিলের পর গুরু চাণ্ডাল যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল হতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সঙ্গেও আপনার সম্পর্ক নষ্ট হবে। আর্থিক লোকসানের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই সময়কালে ভুলেও কোথাও লগ্নি করবেন না।
আরও পড়ুন:
মহাশিবরাত্রির আগে ২ শত্রু গ্রহের যুতি, পৈতৃক সম্পত্তি পেতে পারে ৩ রাশি!
মিথুন রাশি (Gemini Zodiac)
এই রাশির জাতকদের জীবনে গুরু চাণ্ডাল যোগের প্রতিকূল প্রভাব পড়বে। আপনার আয় স্থানে এই যোগ নির্মিত হতে চলেছে। তাই ব্যবসায় কোনও লগ্নি করবেন না মিথুন রাশির জাতকরা। পাশাপাশি রাজনীতি ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সময় সমস্যাসঙ্কুল। আবার শেয়ার বাজার, বেটিং ও লটারিতেও লোকসান হতে পারে। অতএব এমন কোনও স্থানে লগ্নি করবেন না মিথুন রাশির জাতকরা। মিথুন রাশির আয় ক্রমশ কমতে পারে। আবার কোনও কারণে অবসাদের শিকার হতে পারেন এই রাশির জাতকরা।
আরও পড়ুন:
৪ দিন পর মকরে বুধ, ভাগ্যের তারা চমকাবে ৫ রাশির, বাড়বে ব্যঙ্ক ব্যালেন্স!
কর্কট রাশি (Cancer Zodiac)
কর্কট রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় অসাফল্য প্রদান করবে গুরু চাণ্ডাল যোগ। আপনার রাশি থেকে দশম স্থানে এই যোগ নির্মিত হতে চলেছে। তাই ২২ এপ্রিলের পর থেকে ভেবেচিন্তে কথা বলুন। শত্রুর কারণে চিন্তিত হতে পারেন। আবার কর্কট রাশির চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে জুনিয়র ও সিনিয়রদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আপনাদের দুর্ঘটনার যোগ রয়েছে। আবার কর্কট রাশির ব্যবসায়ে কোনও চুক্তি চূড়ান্ত হতে গিয়েও হবে না।
আরও পড়ুন:
২০ বছর পর তৈরি হয়েছে এই চার ধন রাজযোগ, টাকার পাহাড়ে ৩ রাশি!
গুরু চাণ্ডাল যোগের উপায়
এই যোগের দুষ্প্রভাব কম করার জন্য কিছু উপায় করে দেখতে পারেন। বৃহস্পতিবার বিষ্ণুর পুজো করুন ও হলুদ চন্দন নিবেদন করুন। এ ছাড়াও বৃহস্পতিবার কলা গাছের পুজো করলে চাণ্ডাল যোগের দুষ্প্রভাব কমে যায়। যে জাতকের কোষ্ঠীতে এই যোগ সৃষ্টি হচ্ছে, তাঁদের গুরু চাণ্ডাল দোষ নিবারণের জন্য পুজো করানো উচিত। এর ফলে এই যোগের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন।
ছবি: Pixabay