৭ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন শিগগির

আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম (Bhoomika Kalam)!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

প্রত্যাশিত ফলের দরুন মন আনন্দে পরিপূর্ণ থাকবে। সৃজনশীলতা বজায় থাকবে। অফিসে নতুন কৃতিত্বের স্বাদ মিলবে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে, না-হলে টাকা আটকে যেতে পারে। কাজ অথবা ব্যবসার ক্ষেত্রে ধৈর্য্য রাখতে হবে। লাভের সুযোগ বৃদ্ধি পাবে। অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

প্রতিকার – অনুগ্রহ করে এক জন দরিদ্র ব্যক্তিকে লাল ফল দান করতে হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

পেশাদার বিষয় অনুকূলেই থাকবে। এগিয়ে যেতে হবে। সিস্টেমের সুযোগ নিতে হবে। দর কষাকষি সফল হবে। আকর্ষণীয় অফার হাতে আসবে। কেরিয়ার ও ব্যবসা ভাল হবে। ব্যবসা-বাণিজ্য এবং ইন্ডাস্ট্রির উন্নতি হবে। লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে। স্বাস্থ্যকর প্রতিযোগিতা বজায় রাখা উচিত।

প্রতিকার – অনুগ্রহ করে ভগবান হনুমানজির আরতি করতে হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০

কাজ ও ব্যবসায় আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। পেশাদারদের জন্য পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিকই থাকবে। প্রতিযোগিতা এড়িয়ে চলতে হবে। রুটিনের দিকে খেয়াল রাখতে হবে। সুযোগের উৎস আরও বাড়াতে হবে। লেনদেনের ক্ষেত্রে ধার করা এড়িয়ে চলাই ভাল।

প্রতিকার – অনুগ্রহ করে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করতে হবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২

ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। প্রয়াস আরও গতি পাবে। কেরিয়ারে উন্নতি হবে। বিভিন্ন বিষয় উপকারী হিসেবে প্রমাণিত হবে। দায়িত্ব নিতে হবে। একে অপরের সঙ্গে সহযোগিতা থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি রাখতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়াতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতিতে মন আনন্দে ভরে যাবে। প্রতিযোগিতামূলক মানসিকতা থাকবে। মনোযোগ বাড়াতে হবে। পেশাদার মানুষেরা সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে কাজ করে যেতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে দুর্গা মন্দিরে প্রজ্বলিত ঘিয়ের প্রদীপ অর্পণ করতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

কেরিয়ারের দিকে মসৃণ ভাবেই এগোতে পারবেন। কাজ ও ব্যবসা ভাল হবে। বাণিজ্যিক প্রয়াস সহায় হবে। ভ্রমণের সুযোগ বাড়বে। সুযোগ-সুবিধা বাড়বে। সৃজনাত্মক কাজে আরও সময় দিতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে লাল গরুকে গুড় খাওয়াতে হবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

গুরুত্বপূর্ণ পরিকল্পনা অন্যের সঙ্গে শেয়ার না-করাই ভাল। ব্যবসার জন্য কাজ করে যেতে হবে। আবেগতাড়িত হয়ে পড়লে চলবে না। কাজের ব্যবস্থা মজবুত করতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে এক দরিদ্র ব্যক্তিকে সাদা দ্রব্য দান করতে হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

অফিসে ম্যানেজমেন্টের ক্ষেত্রে জোর দিতে হবে। আনন্দ এবং সুযোগ বৃদ্ধি পাবে। ধৈর্য্য রেখে এগিয়ে যেতে হবে। ইতিবাচক পরিস্থিতির ফায়দা তুলতে হবে। কাজের ক্ষেত্রে মনোযোগ বজায় রাখতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে পাখিদের খাওয়াতে হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

আর্থিক লেনদেন এড়িয়ে চলতে হবে। অফিসের সিনিয়ররা খুশি থাকবেন। পেশাদার ব্যক্তিদের চেষ্টা করে যেতে হবে। খরচে লাগাম টানতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি খাবার দিতে হবে।

আরও পড়ুন- মল থেকে তৈরি হয় দুর্মূল্য কফি! বিরল বন্যপ্রাণীর দেখা মিলল গৃহস্থ বাড়িতে

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

কাজের জায়গায় নিজের ক্ষমতার উর্ধ্বে গিয়ে কাজ করলে তা উপকারী হিসেবে গণ্য হবে। সহকারীদের পাশে পাবেন। কৃতিত্ব এবং সম্মান পাবেন। নানা ধরনের বিষয়ে মনোযোগ বাড়াতে হবে। মুক্ত হয়ে এগিয়ে যেতে হবে। প্রচেষ্টাকে সক্রিয় রাখতে হবে। আর্থিক উন্নতির সুযোগকে পুঁজিতে পরিণত করতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে এক জন শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তির সেবা করতে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

ব্যবসায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কাজে অপ্রত্যাশিত ভাবে লাভ পাওয়ার সুযোগ পাবেন। নতুন কারওর সঙ্গে আলাপ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিকল্পনা স্বাভাবিক রাখতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। উপযুক্ত অফার পাওয়া যাবে।

প্রতিকার – অনুগ্রহ করে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে তা পিঁপড়েদের খাওয়াতে হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা কার্যকরী হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে। কাজের পরিস্থিতি শুভই থাকবে। আত্ম-নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। বড়সড় লাভ বৃদ্ধি পাবে।

প্রতিকার – অনুগ্রহ করে সন্ধেবেলায় অশ্বত্থ গাছের তলায় একটি প্রজ্জ্বলিত সরষের তেলের প্রদীপ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *