Bajaj Pulsar Price: 10,000-এর কমে নতুন পালসার বাড়ি আনার সুযোগ, অফারের খুঁটিনাটি দেখে নিন

ভালো মাইলেজের পাশাপাশি স্পোর্টি লুক দেবে এমন মোটরসাইকেলের যদি কথা বলি তাহলে Bajaj Pulsar 125 এর কথা অবশ্যই উল্লেখ করতে হয়। বহু তরুণ গ্রাহকদের মধ্যমণি এখন এই বাইক। দারুণ পারফর্মেন্সের কারণে অনেকেই এই মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছে। এই মুহূর্তে বাজারে মোটরসাইকেলটির এক্স-শোরুম মূল্য রয়েছে 82,712 টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, এই বাইক 6 টি ভেরিয়েন্ট এবং 8 টি রঙে উপলব্ধ। এই মডেলের যে টপ ভেরিয়েন্ট রয়েছে তার এক্স-শোরুম দাম 92,183 টাকা।

কমিউটার মোটরসাইকেলের বাজারে বর্তমানে বেশ জনপ্রিয় Bajaj Pulsar 125। তবে কেউ যদি মনে করে একসঙ্গে এতগুলো টাকা খরচ করা সম্ভব না তাদের কাছে স্বল্প খরচে এই বাইক বাড়ি আনার দুর্দান্ত সুযোগ রয়েছে। স্পোর্টি লুকের Bajaj Pulsar 125 কেনার জন্য ডাউন পেমেন্ট বাবদ কেবল 8,500 টাকা খরচ করলেই বাইক আপনার। তবে এর জন্য আপনাকে নির্দিষ্ট EMI প্ল্যান মেনে চলতে হবে। EMI এর মেয়াদ যদি 3 বছর রাখেন তাহলে এই মূল্য আরও কমে যাবে। মাত্র 4 হাজার টাকা মাসিক কিস্তিতেই Bajaj Palsur 125 কিনে ফেলতে পারবেন।

Bajaj Pulsar 125 এর ফিচার্স

নতুন মোটরসাইকেল কেনার আগে তার ফিচার্স জেনে রাখা জরুরি। ভারতীয় রাস্তায় দাপিয়ে বেড়ালেও এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও অনেকেই পরিচিত না।

Bajaj Pulsar

125 -এ মিলবে 124.4 cc ইঞ্জিন যা 11.64 bhp শক্তি এবং 10.8 nm টর্ক জেনারেট করে। বাইকের সমানে ও পিছনে উপস্থিত ড্রাম এবং ডিস্ক ব্রেক।

95695641

মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11.5 লিটার এবং প্রতি লিটারে মাইলেজ দেয় প্রায় 50 কিলোমিটার। বাইকটির কার্ব ওয়েট 140 কেজি। এই বাইকের সম্প্রতি নতুন কার্বন ফাইবার এডিশনও লঞ্চ করেছে বাজাজ। 2টি ভেরিয়েন্টে এই বাইক বাজারে ছেড়েছে সংস্থাটি – প্রথম সিঙ্গেল সিট এবং দ্বিতীয় স্প্লিট সিট।

94119964

এতে ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি মিলবে 15 লিটার। এই বাইকের সিঙ্গেল সিটের এক্স-শোরুম দাম 89,254 টাকা এবং স্প্লিট সিটের 91,642 টাকা এক্স-শোরুম। বর্তমানে এই মোটরসাইকেলের প্রতিদ্বন্দ্বী তালিকায় মূলত 2 টি মোটরসাইকেল রয়েছে –

Hero

Glamour,

Honda

SP125 এবং TVS Raider 125। তবে এ কথা বলার অপেক্ষা রাখে না যে 1 লাখ টাকার নিচে উপলব্ধ মোটরসাইকেলের বাজারে এই প্রত্যেকটি মডেলই সেরা।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *