Budget Aajtak 2023: এতো নতুন রাস্তা তৈরি হচ্ছে, বিমান বন্ধ হয়ে যাবে দেশে? জবাবে যা বললেন গড়করি

বাজেট আজতকের মঞ্চে চলছে বিভিন্ন মন্ত্রীর সাক্ষাৎকার (Union Budget 2023 Reactions)। ‘এক্সপ্রেস ওয়ে এক্সপ্রেস’ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkri) বাজেটের (Budget 2023) সমস্ত দিক নিয়ে কথা বলেছেন। এবং নতুন অর্থবছরের জন্য তাঁর বিভাগের রূপরেখার কথাও বলেছেন। গড়করি বলেছেন, দেশকে উন্নত করতে হবে এবং আন্তর্জাতিক উন্নয়ন ও অগ্রগতির নিরিখে চারটি জিনিস থাকা প্রয়োজন।

এর মধ্যে রয়েছে জল, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ। যা মৌলিক পরিকাঠামো। দেশে কাঠামোগত উন্নয়ন হলে শিল্প আসবে। যদি শিল্প আসে, পুঁজি বিনিয়োগ তার সঙ্গেই আসবে। কর্মসংস্থান আসবে। কর্মসংস্থান আমাদের দেশের দারিদ্র্য দূর করবে। ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত দেশের ব্যক্তিগত আয় দ্বিগুণ হয়েছে।

মহাসড়ক মন্ত্রকের রূপরেখা?

গড়করি বলেন, আমরা গ্রিন এক্সপ্রেসওয়ে হাইওয়ে তৈরি করছি। তৈরি হচ্ছে দিল্লি-মুম্বই সড়ক। ১২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। দিল্লি থেকে মুম্বাই পৌঁছনো যাবে ১২ ঘন্টার মধ্যে। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব হবে ২ ঘণ্টা। দিল্লি-দেরাদুন যাওয়া যাবে ২ ঘণ্টায়। দিল্লি-হরিদ্বার ২ ঘন্টায়, দিল্লি-চণ্ডীগড় ২.৫ ঘন্টায়, দিল্লি-শ্রীনগর ৪ ঘন্টায়, কাটরা ৬ ঘন্টায়, অমৃতসর ৪ ঘন্টায় পৌঁছে যাবেন। চেন্নাই থেকে ব্যাঙ্গালোর পৌঁছে যাবেন ২ ঘণ্টায়। ব্যাঙ্গালোর থেকে মহীশূর এক ঘন্টার যাত্রা হবে। নাগপুর থেকে পুনে পৌঁছাবে ৫ ঘণ্টায়। ঔরঙ্গাবাদ থেকে তৈরি হচ্ছে হাইওয়ে।

আরও পড়ুন-Union Budget 2023: ‘বিশ্ব অর্থনীতির টালামাটাল সময়েও ভারত এগিয়ে চলেছে’, বাজেটের প্রশংসায় রেলমন্ত্রী

এসব রুটে কি তাহলে ফ্লাইট প্রায় বন্ধ হয়ে যাবে?

গড়করি বলেন, আমি যখন মুম্বাই-পুনে হাইওয়ে তৈরি করি, তখন জেট এয়ারওয়েজের 8টি ফ্লাইট ছিল। এখন এই রুটে একটিও ফ্লাইট চলাচল করে না। বন্ধ আছে এই বছরের শেষ নাগাদ। দিল্লি-জয়পুর, দিল্লি-দেরাদুন, দিল্লি-চণ্ডীগড়ের মধ্যে চলা প্রায় এই ফ্লাইটগুলি বন্ধ হয়ে যাবে। তবে আমরা বিমানবন্দরেরও উন্নয়ন করছি। চণ্ডীগড় থেকে মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদে ফ্লাইট যাবে। চণ্ডীগড় থেকে দিল্লি ফ্লাইট তেমন থাকবে না। চারটি গন্তব্য নতুন করে তৈরি করা হবে। প্রতি বছর বিমান চলাচলে ২২ শতাংশ বৃদ্ধি হয়।

বিমান রাস্তায় নামবে!

আমি যখন নৌ-পরিবহন বিভাগের মন্ত্রী ছিলাম। এরপর সি-প্লেন আনা হয়। অর্থাৎ যে বিমানগুলো এয়ারস্ট্রিপ থেকে উড়ে এসে জলে নামে। সরকার এই নীতিমালা চূড়ান্ত করেছে। লেক, ড্যাম ওয়াটারপোর্ট করা হবে। এমন ২৬টি রাস্তা তৈরি হচ্ছে, যেখানে সমতল জমি থাকবে। অর্থাৎ যখনই যানজট কম হবে, তখনই প্রথম রেলগেটের মতো রাস্তা বন্ধ করে বিমান অবতরণ করে বিমানবন্দরে যাবে। 

‘১৫ বছরে রাস্তার খরচ মেটাব’

নীতিন গড়করি বলেন, আজ আমাদের টোল থেকে ৪০ হাজার কোটি টাকা আয় হয়েছে। ভবিষ্যতে তা এক লাখ কোটি টাকা পর্যন্ত হবে। আজ আমাদের সম্পদের মূল্য ৭০ হাজার কোটি টাকার বেশি।

‘অটোমোবাইল খাতে লাখ লাখ কর্মসংস্থান হবে’

গড়করি বলেছিলেন যে নির্মাণ সরঞ্জাম শিল্প তিন গুণ বেড়েছে। অটোমোবাইল শিল্প সাড়ে চার কোটি মানুষকে চাকরি দিয়েছে। সাড়ে চার লাখ কর্মসংস্থান। আগামী পাঁচ বছরে অটোমোবাইল ক্ষেত্রে চার লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুন-Railway Budget Allocations For West Bengal: নতুন রূপে সাজবে বাংলার ৯৩ স্টেশন, ৪ স্টেশন বিশ্বমানের, বিপুল বরাদ্দ রেলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *