Horoscope Today: রাশিফল ৬ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ -নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময়।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০ -এই সময় বিশেষ কোনও সুযোগ অপেক্ষা করে রয়েছে। কিন্তু, পুরনো কারও সঙ্গে দেখা করার আগে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০ -আগামীতে খুব ভাল সময় অপেক্ষা করে রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে, বহুদিনের চেষ্টার ফল পাওয়া শুরু হবে।

আরও পড়ুন– মেষ রাশিতে রাহুর গোচর! কী আছে ভাগ্যে- ধনাগম না অন্য কিছু জানুন এক ঝলকে

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২-নিজেদের সিদ্ধান্তের উপরেই ভাগ্য নির্ভর করে রয়েছে। সুতরাং, যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে ভাল করে ভাবনা চিন্তা করা দরকার।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ -যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করার প্রয়োজন রয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলে লাভের সম্ভাবনা।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২– কোনও ঋণ থাকলে, তা অবিলম্বে শোধ করা প্রয়োজন। ঘনিষ্ঠ কোনও বন্ধু অবিশ্বাস করা শুরু করতে পারেন।

আরও পড়ুন– ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রচারে আজ একগুচ্ছ কর্মসূচি অমিত শাহের

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২– পুরনো হারিয়ে যাওয়া সুযোগ আবার ফিরে পাওয়ার সম্ভাবনা। ফেলে রাখা কাজ তাড়াতাড়ি শেষ করা প্রয়োজন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১- ব্যস্ততায় ভরা সময় আসতে চলেছে। সামনে আসবে নতুন নতুন সুযোগ।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১- লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। আর্থিক বিষয়ে কিছু সমস্যা থাকলেও তা দূর হয়ে যাবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯- এ সময় কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের কোনও রকম চিকিৎসার প্রয়োজন হতে পারে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮- প্রিয়জনের ব্যবহারে পরিবর্তন আসতে পারে। চিন্তার কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ –গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি যত্ন করে রাখা একান্ত প্রয়োজন। অন্যদের সঙ্গে সম্পর্ক ভাল করার উপযুক্ত সময়।

প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *