Lip Bite: জোর করে চুমু, কামড়ে যুবকের ঠোঁট ছিঁড়ে নিলেন তরুণী

Lip Bite, Molestation: মেরঠে এক তরুণীকে জোর করে চুমু দেওয়ায় এক যুবককে অপ্রত্যাশিত শাস্তির মুখে পড়তে হল। জোর করে চুমু দেওয়ায় অভিযুক্ত যুবকের ঠোঁট কামড়ে উপড়ে দেন ওই তরুণী। মেয়েটির চিৎকারে লোকজন ওই যুবককে ধরে প্রথমে মারধর করে। পরে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। যেখানে এক তরুণী শ্লীলতাহানিকারী যুবককে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আসলে, নিরিবিলি এলাকায় তরুণীকে একা পেয়ে এক যুবক জোর করে তাকে চুমু খাওয়ার চেষ্টা করে। এর পর তরুণীর চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয় লোকজন। যুবককে গণপিটুনির পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

আরও পড়ুন: নাবালিকা-বিয়ে রুখতে অসমে ধৃত প্রায় আড়াই হাজার, স্বামীদের ছাড়াতে তীব্র বিক্ষোভ

অভিযুক্ত ওই যুবকের নাম মোহিত সাইনি, যিনি মেরঠের লাভাদের বাসিন্দা। জানা গিয়েছে, জোর করে চুমু খাওয়ার সময় ওই তরুণী মোহিতের ঠোঁট কামড়ে ধরেন। তার পরই ওই তরুণী চিৎকার করতে থাকেন। মেয়েটির চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া স্থানীয়রা প্রথমে অভিযুক্তকে মারধর করে। এরপর অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি মেরঠের দৌরালা থানা এলাকায় ঘটেছে। যেখানে এক তরুণী মাঠে কাজ করছিলেন। এরপর তরুণীকে একা পেয়ে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে অভিযুক্ত মোহিত। তার পরই মেয়েটির উপস্থিত বুদ্ধির জোরে পুলিশের হাতে ধরা পরে অভিযুক্ত যুবক।

তরুণী যুবক মোহিতের বিরুদ্ধে শ্লিলতাহানীর অভিযোগ করেছেন এবং পুলিশকে জানিয়েছেন নিজেকে বাঁচাতে তিনি কিছু বুঝতে না পেরে যুবকের ঠোঁট কামড়ে দেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে অভিযুক্ত মোহিত সাইনির চিকিৎসা চলছে। পুলিশের কাছে নির্যাতিতা তরুণীর দেওয়া অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত মোহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৪২৩, ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *