প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) ১৩তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের কৃষকরা। এখনও পর্যন্ত এই প্রকল্পের ১২টি কিস্তি পেয়েছেন কৃষকরা। চলতি মাসে কৃষকদের কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৩তম কিস্তির (PM Kisan Yojana 13th Installment) টাকা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রের। সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি টাকা দেওয়া শুরু করতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সূত্রের খবর, এখনও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Bank Account-Aadhaar Link) করা নেই। আর সেই কারণেই কিস্তির টাকা ছাড়তে দেরি হচ্ছে।
মন্ত্রকের দাবি, দেশে এমন চাষির সংখ্যা ১.৪৬ কোটি। বাংলায় ৬.৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই। এই সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডাক বিভাগের অধীন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (আইপিপিবি) ওই কৃষকদের অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সার্কলে জরুরি ভিত্তিতে ৯ হাজারেরও বেশি ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট খোলার শিবির চালু করেছে।
সমস্যাটি উল্লেখ করে সম্প্রতি কৃষি মন্ত্রকের উপদেষ্টা মনোজ কুমার গুপ্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি এটাও জানিয়েছেন যে নথিভুক্ত কৃষকদের শীঘ্রই ১৩তম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তবে, এত বিপুল সংখ্যক কৃষকের আধার সিডিং কয়েকদিনে সম্পন্ন হওয়া নিয়ে প্রশ্ন থাকছে। তাই এ মাসে তাঁদের পিএম কিষাণের ১৩তম কিস্তির টাকা পাওয়া নিয়ে সংশয় থাকছেই।