SBI-এর 27000 কোটি, আদানির লোনে কোন ব্যাঙ্কের কত ক্ষতির আশঙ্কা?

SBI-সহ একাধিক ব্যাঙ্কের ঋণ দেওয়া রয়েছে আদানি গোষ্ঠীকে। Adani Group -এর ধাক্কার পর আশঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Adani Bank Loan:

কেঁপে গিয়েছে আদানি সাম্রাজ্যের ভিত। গত 12 দিন ধরে রীতিমতো ঝড় বইছে আদানি গ্রুপের উপর দিয়ে। একের পর এক ধাক্কা আসছে সংস্থাটির উপর। যার জেরে হু হু করে সম্পত্তি কমছে গৌতম আদানির। 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই ধাক্কা খাচ্ছে আদানি গ্রুপ। শেয়ারের দর পড়ে যাওয়ায় মার্কিন সূচক থেকে বাদ গিয়েছে আদানির স্টক। পাশাপাশি ধনীতম তালিকাতেও 21 নম্বরে ছিটকে গিয়েছেন গৌতম আদানি। যে ব্যক্তিরা শেয়ার বাজার থেকে দূরে থাকেন, তাঁরাও নিজেদের অজান্তেই জড়িয়ে পড়েছেন এই কাণ্ডে। দেশের জনপ্রিয় ব্যাঙ্কগুলি থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া রয়েছে আদানি গ্রুপের। ব্যাঙ্কগুলি এখন পর্যন্ত সেই ঋণ নিয়ে কোনও আশঙ্কা প্রকাশ করেনি। কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। যদি ঋণ শোধ না করে আদানি গ্রুপ? সেক্ষেত্রে এক্ষেত্রে কোন ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ কত হতে পারে?

কেন সাধারণ মানুষের মনে আতঙ্ক?

এর আগে দেশের সাধারণ মানুষ ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়ার মতো একাধিক ঋণ খেলাপির ঘটনা দেখেছে। ফলে সেই আশঙ্কাই আরও একবার বাড়তে শুরু করেছে বলে দাবি করেছে অনেকেই। যদিও SBI, LIC-র মতো সংস্থা এক্ষেত্রে সাফ ভাবেই তেমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্কের Exposure কত হতে পারে?

SBI-এর এক্সপোজারের পরিমাণ কত?

State Bank of India সূত্রে খবর, বর্তমানে বিপাকে পড়া আদানি গোষ্ঠীর কাছে SBI-এর এক্সপোজারের পরিমাণ প্রায় 27,000 কোটি টাকা। তবে তা মোট প্রদেয় ঋণের মাত্র 0.88 শতাংশ। অর্থাৎ যা কিনা 1 শতাংশের চেয়েও কম। SBI -এর চেয়ারম্যান দীনেশ খাড়া এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা আদানি গ্রুপকে মূলত প্রজেক্টের জন্য ঋণ দিয়েছি। এগুলি বাস্তব সম্পদ এবং যার পর্যাপ্ত নগদ উৎপাদন রয়েছে৷ সংস্থাটি যথাযথ ভাবেই দায়িত্ব পালন করছে। ব্যাঙ্কের এক্সপোজার মোট লোন বুকের মাত্র 0.88 শতাংশ।” এর অর্থ SBI -এর তরফে আদানি গ্রুপকে শেয়ারের বিপরীতে কোনও লোন দেওয়া হয়নি।

Axis Bank -এর এক্সপোজারের পরিমাণ কত?

অ্যাক্সিস ব্যাঙ্কও এ প্রসঙ্গে মুখ খুলেছে। শনিবার সংস্থাটি জানিয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত নেট অ্যাডভান্সের পরিমাণ দাঁড়িয়ে রয়েছে 0.94 শতাংশ। পাশাপাশি জানানো হয়েছে, এই এক্সপোজারের পরিমাণের সঙ্গে তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করছে। অ্যাক্সিস ব্যাঙ্কের তরফেও জানানো হয়েছে, “আদানি গ্রুপের সঙ্গে আমাদের এক্সপোজার মূলত বন্দর, ট্রান্সমিশন, পাওয়ার, গ্যাস ডিস্ট্রিবিউশন, রাস্তা, বিমানবন্দর ইত্যাদির অপারেটিং কোম্পানিগুলির জন্য।”

Bank of Baroda-এর এক্সপোজারের পরিমাণ কত?

Bank of Baroda-ও গ্রাহকদের এ বিষয়ে আশ্বস্ত করেছে। এ বিষয়ে ব্যাঙ্ক জানিয়েছে, এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের Large Exposure Framework (LEF) সিলিং এর এক-চতুর্থাংশ। এ প্রসঙ্গে Bank of Baroda-র ম্যানেজিং ডিরেক্টর ও CEO সঞ্জীব ছাঢা জানিয়েছেন, “বকেয়া, আনডিসবার্সড লোন, নন-ফান্ড বেস লিমিট যাই হোক না কেন, আমাদের এক্সপোজার RBI দ্বারা অনুমোদিত সংখ্যার এক-চতুর্থাংশ।” একটি সূত্রে খবর, ব্যাঙ্ক অব বরোদার আদানি গ্রুপের ক্ষেত্রে এক্সপোজারের পরিমাণ 5,380 কোটি টাকা।

Punjab National Bank -এর এক্সপোজারের পরিমাণ কত?

PNB-এর ক্ষেত্রে এই এক্সপোজারের পরিমাণ রয়েছে 7000 কোটি টাকা। ব্যাঙ্কটি জানিয়েছে, এরমধ্যে 2000 কোটি টাকাই দেওয়া হয়েছে এয়ারপোর্ট ব্যবসার ক্ষেত্রে। PNB-এর ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। কারণ আদানি গ্রুপে এক্সপোজারের পরিমাণ বেশি নয়। পাশাপাশি তিনি বলেন, “আমরা প্রতি মুহূর্তে আদানির গ্রুপের অবস্থার দিকে নজর রাখছি।”

এক্সপোজার (Exposure) আসলে কী?

ব্যবসা বা ফাইন্যান্স সেক্টরে এক্সপোজার বলতে কোনও বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বা ক্ষতির আশঙ্কাকে বোঝায়। Exposure কোনও বিনিয়োগকারী বা বিনিয়োগ সংস্থার ক্ষতি হওয়া বা হতে পারে এমন অর্থের পরিমাণ নির্দেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *