গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় টি২০ লিগ চালু হয়েছে। সমস্ত দেশই টি২০ লিগ আয়োজন করছে। তবে সমস্ত লিগের মধ্যে কিছু টুর্নামেন্টই বেঁচে থাকবে। এমনটাই মনে করেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের প্রসারের সঙ্গে সঙ্গে, খেলোয়াড়রা জাতীয় দলের দায়িত্বের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অগ্রাধিকার দিতে শুরু করেছে।
বিগ ব্যাশ লিগ, ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। কিছুদিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার এই লিগ। টি-টোয়েন্টি লিগগুলি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও একটি লিগ করারও পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করবেন কে? চিন্তায় টিম ইন্ডিয়া
স্পোর্টসস্টারের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন “আমরা সারা বিশ্বের লিগ সম্পর্কে কথা বলি আইপিএল-এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খুব ভাল করে চলেছে, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খুব ভাল করে এবং আমি দক্ষিণ আফ্রিকার লিগও দেখি। এই তিন লিগ খুব ভালো করছে, আমি গত তিন সপ্তাহ ধরে এটা দেখছি। এই সমস্ত লিগের মধ্যে সাধারণ বিষয় হল যে এই সমস্ত দেশে ক্রিকেট বেশ জনপ্রিয়। তাই আমি বিশ্বাস করি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, চার-পাঁচ বছরে আমি জানি কোনটা থাকবে। .
“কিছু কিছু (লিগ) থাকবে এবং নির্দিষ্ট কিছু লিগ শেষ হয়ে যাবে। খেলোয়াড়রা বুঝতে পারবে কোন কোন লিগ তেমন গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে তারা নতুন। ফলে সকলেই এর অংশ হতে চায় তাই তাড়াহুড়ো করছেন ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত এটি এমন একটি পর্যায়ে আসবে যেখানে কয়েকটা মাত্র লিগ বেঁচে থাকবে।”
এই প্রসঙ্গে জিম্বাবোয়ে ক্রিকেটের প্রসঙ্গ তুলে ধরেন সৌরভ। একটা সময় জিম্বাবোয়ে ক্রিকেট বেশ শক্তিশালী ছিল। সেই কথা মনে করে দিয়ে সৌরভ বলেন, ‘আমার মনে আছে আমি ১৯৯৯ সালে আমার প্রথম বিশ্বকাপ খেলেছিলাম। সেই সময় জিম্বাবোয়ে যে কোন দলকে হারাতে পারে। আমি সেই সময় জিম্বাবোয়ে ক্রিকেটে তখন খুব বেশি টাকা ছিল না, এমনকি ভারতের কাছেও খুব বেশি টাকা ছিল না।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরে আবেগঘন জাদেজা, বললেন…
কীভাবে প্রশাসকরা ক্রিকেটারদের ধরে রাখতে পারেন? এই ব্যাপারেও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সৌরভ। তিনি বলেন, ‘ক্রিকেটার ও প্রশাসকদের মধ্যে ভাল সম্পর্ক থাকলে অনেক সমস্যার সমাধান হতে পারে। ক্রিকেটে এখন যথেষ্ট টাকা রয়েছে। তাই আমি মনে করি না যে টাকাটাই একমাত্র সমস্যা। দেশের হয়ে খেলতে হলে ধরে রাখতে হবে ক্রিকেটারদের।”