কয়েক ঘণ্টার ব্যবধানে তুর্কিতে ফের ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। পর পর ভূমিকম্পের জেরে তুর্কি ও সিরিয়ায় শুরু হয়েছে মৃত্যু মিছিল। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত, মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। প্রসঙ্গত, সোমবার ভোরের দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয় তুর্কির গাজিয়ানটেপ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কিছুক্ষণের মধ্যেই আফটার শকে কেঁপে ওঠে গোটা এলাকা। তখন কম্পনের মাত্রা ছিল ৬.৭। আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দু’বার কেঁপে উঠেছিল গোটা এলাকা। সকালের ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই ফের ভূমিকম্প হল তুর্কিতে।
97639687
আমেরিকার জিওলজিক্যাল সার্ভিস সূত্রে খবর, প্রথমবার যে এলাকায় কম্পন অনুভূত হয়, সিরিয়া সীমান্ত থেকে সেই গাজিয়ানটেপ দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। তুর্কির এই এলাকায় বড় সংখ্যায় উদ্বাস্তুরা বাস করেন। সিরিয়া যুদ্ধের জেরে দেশ ছেড়ে এই এলাকায় এসে আশ্রয় নিয়েছেন তাঁরা। তুর্কি প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই উদ্বাস্তুরা। কম্পনের সময় এই এলাকার বেশ কয়েকটি সুউচ্চ অট্টালিকা চোখের নিমেষে ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। উদ্ধার কাজে নেমেছে তুর্কির বিপর্যয় মোকাবিলা বাহিনী।
97633579
এদিনের ভয়াবহ ভূমিকম্পে তুর্কির অন্তত ১০টি শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাজিয়ানটেপ, কাহরামানমারাশ, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস এলাকায়। এছাড়াও ভূমিকম্পের জেরে বড়সড় ক্ষতি হয়েছে সিরিয়া সীমান্তের আলেপ্পো, হামা এবং লাতাকিয়া এলাকায়। প্রশাসন সূত্রে খবর, কম্পনের সময় অনেকেই রাস্তায় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপর বড় ইমারত ভেঙে পড়ে। এর জেরেই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
97625887
এদিনের ভয়াবহ ভূমিকম্পের পর নিহতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে প্রয়োজনীয় সব রকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারত থেকে পাঠানো হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী। এছাড়া উদ্ধার কাজেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। এর আগে ১৯৯৯-তে ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুর্কি। সেবার ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।