অঞ্জনের খোলা চিঠি, ‘পুরোনো আঘাত’ মনে পড়ল রূপমের

রূপম ইসলামকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন অঞ্জন দত্ত। যা দেখে আপ্লুত রূপম। সুব্রত সরকারের স্রষ্টার ডাকে সাড়া দিয়ে গত রবিবার বইমেলায় হাজির হয়েছিলেন ফসিলসের লিড সিঙ্গার। অঞ্জন দত্তের বই এবং সিনেমার (রিভলভার রহস্য) প্রোমোশন করেছেন তিনি। সেই কারণে ভীষণ খুশি পরিচালক। অঞ্জনের কথায়, “… প্রফেশনালিজমের তোয়াক্কা না করে আজ এক কথায় আমার লেখা বই আর তার গোয়েন্দাকে নিয়ে তৈরি ফিল্মের ব্যাপারে কথা বলতে… এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। কারণ, জানো? কারণ, আমরা আর্টিস্ট। আমরা বাঙালি শিল্পী। কারণ, আমাদের মন বড্ড বড়।” তাঁর সংযোজন, “কারণ, আমরা পরস্পরকে চ্যালেঞ্জ করতে পারি। আর চ্যালেঞ্জ করতে পারি বলেই পরস্পরের ক্ষমতাকে শ্রদ্ধা করি।” প্রিয় রকস্টারের লেখা দীর্ঘ ওই চিঠি পড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রূপম। জানালেন, একসময় অঞ্জন দত্তকে একের পর এক চিঠি লিখেছিলেন তিনিও। সেই চিঠিগুলির উত্তর পেলেন অবশেষে।

97579823

অঞ্জনের

লেখা চিঠিটি তাঁর কাছে বিরাট পাওনা, জানিয়েছেন রূপম। পাশাপাশি, ১৯৯৫ সালের ৪ জানুয়ারির এক ঘটনা ভাগ করে নিলেন তিনি। বললেন, “…আমাদের আয়োজিত অনুষ্ঠানে তোমার শ্রোতা/ভক্তরা অপমান করে আমার/আমাদের স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল। তোমাকে নির্দিষ্ট সময়ের আগে কলামন্দিরে পৌঁছে পারফর্ম করতে হয়েছিল আমাদের ব্যর্থতায়। প্রায় সবাই আমায় নাকচ করে দিয়েছিল। কিন্তু, আমি জানি সেই দিনটাই আমার শিল্পী হিসেবে ঘুরে দাঁড়ানোর শুরু।”

97622430

স্কুল-কলেজ জীবন থেকেই অঞ্জন দত্তের গান শুনে বড় হয়েছেন রূপম ইসলাম। সেই কথা জানিয়েছেন ঠারেঠোরে।” তাঁর কথায়, “প্রিয় অঞ্জনদা, জীবন এক অদ্ভুত উত্থান পতন। একদিন অবমাননা, অবহেলা। অন্যদিন এমন এক মহাসম্মান যা প্রত্যাশা করি না। ঠিক যেমন আমরা সকলেই যাঁর মহাভক্ত সেই

কবীর সুমন

লিখেছিলেন, সুর করেছিলেন, বাজিয়েছিলেন এবং গেয়েছিলেন- এক একটা দিন, দারুণ রঙিন, প্রেমিকার ঠোঁট, আর নিশানের লাল।”

একসময় ফ্যানবয় হিসেবে অঞ্জন দত্তের গান শুনতেন

রূপম

। আজ তিনি নিজেও সুপারস্টার। তবে রকস্টারের ভক্ত কিন্তু আজও। অঞ্জন দত্তের ছেলে নীল দত্তের কম্পোজ করা গান গেয়েছেন তিনি। দুই সংগীত শিল্পীর ইকুয়েশন খুবই ভালো। রূপমকে উদ্দেশ্য করে অঞ্জন বলেন, “তুমি বাংলা গানে নতুন সাউন্ডস্কেপ এনেছ। বাংলা বেসিক গানের দাম বাড়িয়ে দিয়েছ। নিজের টেকনিক্যাল স্ট্যান্ডার্ডের মাধ্যমে প্রফেশনাল শোর মান বাড়িয়ে দিয়েছ।” অঞ্জন আরও বলেন, “সেই সুবাদে আমার প্রফেশনাল শোর দাম এবং সাউন্ড স্ট্যান্ডার্ড আমিও বাড়িয়ে দিয়েছি। আমরা বেশি টাকা নিই কারণ আমাদের গুরুত্ব আছে। একসময় আমি বিষয়টি বুঝিয়ে দিতাম। আর তুমি সেই ব্যাপারটাকে আরও পুশ করেছ।”

96861647

এদিকে রূপম প্রিয় রকস্টারকে বলেন, “তুমি

অঞ্জন দত্ত!

তুমি খোলা চিঠি লিখছ আমায়! আমার মত নগন্য লোককে! আমার ব্যক্তিগত অঞ্জনযাত্রার প্রতিটি মুহূর্তের জন্য তোমায় ধন্যবাদ জানাই অঞ্জনদা। এখন আমার সবচেয়ে প্রিয় তোমার ঊনষাট অ্যালবাম। প্রিয়তম সিনেমা দত্ত ভার্সেস দত্ত। এ নিয়ে মনে মনে হাজারটা চিঠি লিখেছি তোমাকে। আগের চিঠিগুলোর উত্তর পেতে এতটা দেরি হল। তাই হয়ত কাগজের চিঠি লিখিনি তোমায়। তবে চিঠিটিঠি নিষ্প্রয়োজন। মনে মনে বং এবং অবং কানেকশন তৈরি হয়ে গিয়েছে আমাদের। আমার আজকের সকালটা তারই সেলিব্রেশন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *