‘কেন করলে এরকম?’ পরস্ত্রীর স্তন মর্দনে অভিযুক্ত দানি আলভেজকে প্রশ্ন স্ত্রীর

নিউ ইয়ার পার্টিতে এক মহিলাকে যৌন হেনস্থা করে বর্তমানে জেলে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। একাধিক অভিযোগে বিদ্ধ হতে তিনি গ্রেফতার হয়েছেন। এই গ্রেফতারির পর থেকে তিনি একাধিকবার জামিনের জন্য আবেদন করলেও তা গ্রাহ্য করা হয়নি, তাঁকে জেলেই থাকতে হয়েছে। তাঁর গ্রেফতারির পর থেকে তাঁরসঙ্গে সাক্ষাৎ করেননি তাঁর স্ত্রী জোয়ানা সানজ। পরিবারের ৬ সদস্যের দেখা করার কথা থাকলেও দানি আলভেজের স্ত্রীর তাঁর সঙ্গে দেখা করেননি। অবশেষে দানি আলভেজের সঙ্গে দেখা করলেন তাঁর স্ত্রী। তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে আসার পর থেকেই আলোচনা শুরু হয়। বিবাহ বিচ্ছেদের জন্যই তাঁরা দেখা করছেন বলে জানা যায়। অবশেষে তাঁরা একে অপরের মুখোমুখি হলেন।

97599763

২০ জানুয়ারি থেকে দানি আলভেজ জেলে আছেন। পুলিশ সূত্রে খবর, দানি আলভেজ যে যৌন হেনস্থা করেছেন তার পক্ষে মোট আটজন সাক্ষী দিয়েছেন। যেখানে আলভেজের পক্ষে কোনও সাক্ষী পাওয়া যায়নি। যদিও আলভেজ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে তিনবার তিনরকম কথা বলেছেন। ফলে তাঁর কথায় অসংগতি থাকায় গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে এখন তদন্ত চললেও তিনি দোষি সাব্যস্ত হলে ১৫ বছরের জন্য তাঁর জেল হতে পারে বলে খবর।

97174212

জানা গিয়েছে দানি আলভেজের সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন ব্রুনো ব্রাসিল। দানি আলভেজ যেদিন যৌন হেনস্থা করেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্রুনো ব্রাসিল। দানি আলভেজের গ্রেফতারির পর তাঁর স্ত্রী জানিয়েছিলেন তিনি দানির পাশে রয়েছেন। এরপর তিনি দানির সঙ্গে তাঁর সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে দেন। এরপরই তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের জল্পনা শুরু হয়। মার্কাকে এক সাক্ষাৎকারে জোয়ানা সানজ বলেন, “আমি ওকে এই সময়ে ছাড়তে চাই না।” পরে অবশ্য তাঁর আইনজীবী দানি আলভেজকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান বলে খবর।

97198994

দানি আলভেজকে জেলে দেখতে যাওয়া অনেকের মতে, দানিকে জেলে বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে। এক ব্যক্তি বলেন, “আমি যখন দেখা করতে গিয়েছিলাম, দানি আলভেজকে দেখলাম বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে। ওকে চারজন ঘিরে রেখেছে। বাকিদের থেকে ওকে আলাদা করে রেখেছে। আমি জানি না ও বাকি বন্দীদের সঙ্গে কথা বলছে কি না, কিন্তু এই মুহূর্তে ওকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যা অভিপ্রেত নয় কোনওক্ষেত্রেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *