একসঙ্গে একগুচ্ছ ধামাকা প্রোডাক্ট নিয়ে এসেছে OnePlus। এতদিন সেই সব প্রোডাক্টের কয়ক ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা। একই মঞ্চে শেষমেশ আত্মপ্রকাশ করল সবকটি প্রোডাক্ট। মঙ্গলবার নয়াদিল্লিতে হয়ে গেল Cloud 11 ইভেন্ট। সেখানেই সকলের সামনে লঞ্চ হল OnePlus-এর একগুচ্ছ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট।
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল OnePlus-এর এই মেগা লঞ্চ ঘিরে। হাইফাই ফোন তৈরিতে দীর্ঘদিন ধরেই একচেটিয়া বাজার ধরে রেখেছে সংস্থাটি। মধ্যিখানে বাজার ধরতে মধ্যবিত্তের সীমার মধ্যেও বেশ কয়েকটি মডেল বের করেছিল তারা। কিছুদিন আগেই বাজারে লঞ্চ করেছে OnePlus Nord 3। তবে মিডল রেঞ্জের ফোনের পাশাপাশি এবার ফের ফ্ল্যাগশিপ প্রোডাক্টমুখী হয়েছে OnePlus। তেমনই একগুচ্ছ প্রোডাক্ট Cloud 11-র মঞ্চে সামনে আনল।
এই প্রথম ট্যাবলেটের দুনিয়ায় হাতেখড়ি করল OnePlus। তার সঙ্গে Cloud 11-র মঞ্চে লঞ্চ হল OnePlus 11 এবং OnePlus 11R-এই দুটি স্মার্টফোন, OnePlus Buds Pro 2, একটি হাইফাই স্মার্টটিভি ও একটি মেকানিকাল কি-বোর্ড। OnePlus-এর Cloud 11-র পাশাপাশি প্রথমবার 3rd generation Hasselblad camera system এবং 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে Snapdragon 8 Gen 2 প্রসেসর নিয়ে এল OnePlus-এর 11 জেনারেশন মোবাইলে।
Cloud 11
-এর মঞ্চে প্রথমবার
OnePlus 11R
-এর সমস্ত স্পেশিফিকেশন ও দাম সামনে এল। ইন্ডিয়া স্পেশিফিক প্রোডাক্ট হিসেবে এই স্মার্টফোনটি সামনে এনেছে সংস্থাটি। sonic black এবং Galactic silver-এই দুটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। 16GB of LPDDR5x RAM -এর সঙ্গেই আসছে Snapdragon 8 Gen প্রসেসর। 120Hz রিফ্রেশ রেট ও 1450nits of brightness-এর সঙ্গে আসছে Full HD রেজোলিউশন কার্ভড AMOLED স্ক্রিন। 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাবেন 5000mAh ব্য়াটারি। দ্রুত এবং সুরক্ষিত চার্জিংয়ের জন্য স্মার্ট চার্জিং supervooc S চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনে।
97702324
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। তার উপরই নির্ভর করছে দাম।
OnePlus 11R
-এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ-যুক্ত ভেরিয়েন্টটির দাম 39,999। স্বাভাবিক ভাবেই 16GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজযুক্ত ফোনটির দাম 44,999 টাকা।
97378862
ইভেন্টে
-এর তরফে জানানো হয়েছে, চলতি মাসের 21 তারিখ থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হবে মডেলটির। সেল শুরু হবে 28 ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ সাধের ফোনটি হাতে পেতে আরও বেশ কয়েকদিন ধৈর্য ধরতে হবে ভক্তদের।