ধর্মের জন্য শোবিজ ছাড়েন, এবার অন্তঃসত্ত্বা সানা খান?

ফের চর্চার কেন্দ্রে বিগ বস খ্যাত সানা খান। ২০২০ সালে ধর্মের জন্য শোবিজকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী। সেই বছরেই আনস সৈয়দকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্বামীর সঙ্গেই ধর্ম চর্চা করেন তিনি। তীর্থস্থানে যান মাঝেমধ্যেই। আর্তদের পাশে দাঁড়িয়ে মানবতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন সানা। সম্প্রতি স্বামীর সঙ্গে উমরাহ করতে মক্কায় গিয়েছেন তিনি। এয়ারপোর্ট এবং বিমানে তোলা ছবি পোস্ট করে জানালেন, তাঁর জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। সেই কারণেই এবারের উমরাহ বড় বিশেষ। সেই কথাই জানিয়েছেন তিনি। কিন্তুক, তাঁর জীবনে ঠিক কী ঘটেছে সেই কথা এখনই জানাতে নারাজ অভিনেত্রী। তবে সানার অনুরাগীরা নিশ্চিত যে তিনি অন্তঃসত্ত্বা। এদিন ঠিক কী লিখেছেন সানা? অভিনেত্রীর কথায়, “আলহামদুলিল্লা… ভীষণ খুশি আমি। এই উমরাহ আমার জন্য ভীষণ বিশেষ। খুব শীঘ্রই জানাব কী কারণে এত বিশেষ এই সফর। আশা করছি আল্লাহ সবকিছু ভালো ভাবে উতরে দেবেন।”

96892081

এরপরেই অভিনেত্রীর পোস্ট লাইক করতে শুরু করেন নেটিজেনরা। খুব কম সময়ের মধ্যেই প্রায় ছ’ লাখ লাইক পড়েছে ওই পোস্টে। হাজার হাজার কমেন্ট করে চলেছেন নেটিজেনরা। কারও প্রশ্ন, “আপনি কি মা হতে চলেছেন? সেই কারণেই কি এত বিশেষ এই উমরাহ?” আরও এক ইউজারের কথায়, “মাসাহ আল্লাহ! আমি নিশ্চিত আপনি এক মাস আগেই প্রেগন্যান্ট হয়ে পড়েছিলেন। খুব শীঘ্রই আপনারা বাবা-মা হবেন।” যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি

সানা

। তাঁর স্বামী আনসও নীরব।

96799859

২০২০ সালে মেলভিন লুইসের সঙ্গে ব্রেক আপ হয়েছিল

সানা খানের

। তিনি জানিয়েছিলেন, কোরিওগ্রাফার তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “আমি মেলভিনের সঙ্গে ব্রেকআপ করেছি। কারণ, ও আমাকে ঠকাচ্ছিল। আমি আমার হৃদয় ওকে দিয়েছিলাম। কিন্তু, বিনিময়ে শুধু প্রতারণা পেয়েছি। ও আমার মানসিক অস্থিরতা বাড়িয়েছে। আমাকে অবসাদের দিকে ঠেলে দিয়েছে।”

97559139

হৃদয় ভাঙার পর একটু একটু করে বদলে যাচ্ছিলেন

সানা খান

। বিয়ে করেন আনসকে। তারপর গ্ল্যামারের দুনিয়া ছেড়ে

ধর্ম

এবং মানবিকতার পথে হাঁটতে শুরু করেন। ২০২২ সালের ২০ নভেম্বর সানা এবং আনসের বিয়ের দু’ বছর সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে বেড়ানো ছাড়াও ব্যবসা চালাচ্ছেন সানা। নিজের ক্লোদিং ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। এবার কি সত্যিই তাঁর জীবনে খুদে অতিথির আগমন ঘটবে? সময়েই উত্তর দেবে।

96152907

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *