পাকিস্তানই তো নরক! দাউদের বেয়াই মিয়াঁদাদকে এবার ধোঁয়ায় ওড়ালেন প্রসাদ-অশ্বিন

এশিয়া কাপ নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করে বসেছেন জাভেদ মিয়াঁদাদ। জানিয়ে দিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে নরকে যাবে! মিয়াঁদাদকে এবার পাল্টা সবক শেখালেন ভেঙ্কটেশ প্রসাদ।

এশিয়া কাপ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়া যাবে না। তাই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তারপরেই বিষ্ফোরকভাবে জাভেদ মিয়াঁদাদ বলে দিয়েছিলেন, “ভারত নরকে যাক, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে না এলে।” মিয়াঁদাদকেই পাল্টা ঠুকে এরপরে প্রসাদ সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছেন, “ওঁরা (ভারতীয় দল) নরকে যেতে অস্বীকার করছে।”

মিয়াঁদাদকে পাল্টা দিয়েছেন জাতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ইউটিউব চ্যানেলে বলতে গিয়ে দক্ষিণী স্পিনার বলেছেন, “এর আগেও এমনটা আমরা বহুবার দেখেছি, তাই না? আমরা যখনই বলেছি, এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাব না। তখনই তো ওঁদের বলতে শোনা গিয়েছে, ওঁরাও এখানে আসবে না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *