বিলাসবহুল বাড়িতে লাল-নীল সংসার সিদ্ধার্থ-কিয়ারার? দাম শুনলে চমকে যাবেন

ভালোবাসার মাসেই মনের মানুষের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মলহোত্রা (Kiara Advani And Sidharth Malhotra)। জানা গিয়েছে, মঙ্গলবার ঠিক বেলা তিনটে নাগাদ সিদ্ধার্থ-কিয়ারা সাত জন্ম একসঙ্গে চলার শপথ নেবেন শেরশাহ জুটি। বিয়ে নিয়ে কখনই মুখ খোলেলনি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। ২০২০-তে শেরশাহ ছবির শ্যুটিং সেটেই একে অপরের কাছাকাছি আসেন এই তারকা যুগল। প্রেমের সম্পর্ক নিয়েও কখনও খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি সিড-কিয়ারাকে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্তও মুখে কুলুপ এটে ছিলেন এই তারকা জুটি। ডেস্টিনেশন ওয়েডিং ভ্যেনু জয়সলমেরের সূর্যগড় প্যালেসের অন্দরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সিড-কিয়ারার বিয়ে নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। এই রকম পরিস্থিতিতে সামনে এল আরও এক গুরত্বপূর্ণ তথ্য। শোনা যাচ্ছে, নতুন বউকে নিয়ে সাগরমুখী বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাতবেন সিদ্ধার্থ। আর সেই নতুন ঠাকানার দাম কত জানেন? ৭০ কোটি।

97678113

ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো জুহুতে সাগরমুখী এখটি বিলাসবহুল বাড়ির সন্ধানে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা। সেখানেই কিয়ারকে নিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করার ইচ্ছে শেরশাহর। এই মুহূর্তে বান্দ্রায় থাকেন সিড। বিয়ের পর আরও একটু বেশি জায়গা ও ঘরে বসে সাগরের ঢেউয়ের শব্দ শোনার জন্যই নতুন ঠিকানার খোঁজে সিদ্ধার্থ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিদ্ধার্থ অনেকগুলো ফ্ল্যাট দেখেছেন। সেগুলির মধ্যেই একটি বাড়ি পছন্দ হয়েছে সিডের যার মূল্য ৭০ কোটি।

97675149

আরও জানা গিয়েছে, বিয়ের পর আপাতত সিদ্ধার্থ আর কিয়ারা পালি হিলের বাড়িতেই থাকবেন। ড্রিম হাউজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পালি হিলের বাড়িতেই থাকতে হবে সিড-কিয়ারাকে। ইন্ডাস্ট্রি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিদ-কিয়ারার বিয়ের লগ্ন। জানা গিয়েছে সাত ফেব্রুয়ারি বেলা তিনটের সময় মিস আডবাণী থেকে মিসেস মলহোত্রা হয়ে যাবেন শেরশাহ খ্যাত অভিনেত্রী কিয়ারা আডবাণী।

97642288

নবদম্পতির বিয়ের প্রথম ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সিড-কিয়ারার অগুনতি ভক্ত। এদিকে বিয়ের পর মধুচন্দ্রিমায় যেতে পারছেন না এই তারকা যুগল।দুজনের হাতেই একগুচ্ছ প্রোজক্ট থাকার জন্যই হানিমুন পিরিয়ড কাটানোর সুযোগ হচ্ছে না সিড-কিয়ারা, এমনই জনা যাচ্ছে সূত্র মারফৎ।

ওটিটি ডেবিউ প্রোজেক্টের কাজ অর্ধসমাপ্ত রয়েছে সিদ্ধার্থের। রোহিত শেট্টির পরিচালনায় ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেতা। বিয়ের পরই কাজে ফিরবেন সিড। মেহেন্দির রং হালকা হওয়ার আগেই কাজে ফিরবেন কিয়ারাও। কার্তিক আরিয়ানের সঙ্গে আগামী ছবি সত্যপ্রেম কি কথার শ্যুটিং শুরু করবেন সিদ্ধার্থের হবু ঘরণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *