যেন রূপকথার বন্ধন, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে, দেখুন এলাহি আয়োজন

বিবাহ সম্পন্ন! অবশেষে রূপকথা যেন, পরিণতি পেল। চার হাত এক হল সিদ্ধার্থ কিয়ারার। আজ দুপুর নাগাদ বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের দুই তারকা। 

সকলেই দুজনকে বিয়ের সাজে দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষারত। পোশাক ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। সিদ্ধার্থ ও কিয়ারার দুজনের পরনে, সোনালি-সাদা রঙের পোশাক। নব-দম্পতির সাজে অসাধারণ লাগছে দুজনকে বিয়ের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে তাঁরা লিখলেন, এবার তো আমাদের বুকিং সারাজীবনের জন্য হয়ে গেল। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি।

শেরশাহ ছবির পর থেকেই দুজনের মধ্যে প্রেম, তবে নিজেদের সম্পর্ক কোনোদিনই কারওর সামনে প্রকাশ্যে আনেননি তাঁরা। আবার এড়িয়েও যান নি। শনিবার থেকেই জয়সালমেরে হাজির হয়েছিলেন দুই তারকার বাড়ির লোকেরা। একের পর এক মেহেন্দি, সঙ্গীত, নিয়ম মেনে সবই হয়েছে। আজ সকালেও গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে সম্পূর্ন অন্য ধাঁচে সেজে উঠেছিল প্রাসাদের অন্দরমহল। 

তারকাদের অনেকেই হাজির ছিলেন এই বিয়ে উপলক্ষে। শাহিদ-মীরা থেকে করণ জোহর আবার জুহি চাওলা, পৌঁছেছিলেন অনেকেই। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে উপলক্ষে নেচে কাঁপিয়েছেন সকলে। বরযাত্রী হিসেবে করণ জোহরের নাচ দেখে চূড়ান্ত প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শীরা অনেকেই।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *