হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব! গা-ঘিনঘিনে মেসেজ দেখিয়ে আইনি হুঁশিয়ারি রূপাঞ্জনার

ফোনে কুপ্রস্তাব! টলিপাড়ার অভিনেত্রীকে বদনাম করার চেষ্টা করেছেন এক অজ্ঞাত যুবক। জানা যাচ্ছে, তাঁর নাম মৃন্ময়। অভিনেত্রী রুপাঞ্জনা মিত্রকে ওয়াটস অ্যাপ মাধ্যমে কু-প্রস্তাব দিয়েছেন সেই ব্যক্তি।

সমস্ত ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। জনৈক ব্যক্তির সঙ্গে কথোপকথন চলেছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে। প্রথমে ইনস্টাগ্রামে মেসেজ করেন সেই ব্যক্তি, তারপর রূপাঞ্জনার ফোন নম্বর পেতেই অভিনেত্রীকে কু-প্রস্তাব দেন তিনি। তবে, কিছু সময়ের মধ্যেই সেই ব্যক্তির আসল উদ্দেশ্য বুঝে ফেলেন অভিনেত্রী। তারপর, নিজেই সমস্ত পরিস্থিতি আয়ত্বে আনেন। ফেসবুকে শেয়ার করেছেন সেইসব তথ্য। কী ঘটেছে?

যে স্ক্রিনশট রূপাঞ্জনা শেয়ার করেছেন, তাতে দেখা যায় সেই ব্যক্তি অভিনেত্রীকে বলেন, এক ক্লায়েন্ট তাঁর সঙ্গে দেখা করতে চান। কাজ সংক্রান্ত ভেবে প্রথম থেকেই অভিনেত্রী সাবলীল ভাবে কথা বলতে থাকলেও কী পরিমাণ টাকা চান এই শুনতেই অবাক হয়ে যান অভিনেত্রী। শুধু তাই নয়, বার বার সেই ব্যক্তিকে আদৌ এর সম্পর্ক অভিনয় অথবা কাজের সঙ্গে কিনা জানতে চান তিনি। কিন্তু পাল্টা কোনও উত্তর নেই। শুধু একটাই কথা, এক ক্লায়েন্ট তাঁর সঙ্গে সময় কাটাতে চান। এরপরেই অভিনেত্রী বলেন, “সেই ব্যক্তিকে সরাসরি যোগাযোগ করতে বলুন”।

আরও পড়ুন [ কাজ ছিল না ১ বছর! এবার ‘কাঞ্চনদা’কে সঙ্গে নিয়েই সিরিয়ালে ফিরছেন ‘বান্ধবী’ শ্রীময়ী ]

সময় কাটানোর কথা শুনতেই যেন চরম ক্ষুব্ধ অভিনেত্রী। সোজা সাপটা বলে বসেন, “আপনার ক্লায়েন্ট আমায় আফোর্ড করতে পারবেন না। আমার মনে হয় আপনারা হারেম সেন্টার খুঁজছেন। আপনার ক্লায়েন্টকে খুঁজে আমি বের করবই। ভুল দরজায় এসেছেন আপনি, মাশুল তো দিতেই হবে।” পুলিশের দ্বারস্থ হবেন অভিনেত্রী, একথাও জানিয়েছেন। পরবর্তীতে সেই ব্যক্তি চুপচাপ কেটে পড়েন। এমনও বলেন, “আর আপনাকে মেসেজ করব না”।

তবে, সমস্ত ঘটনায় বেশ রেগে গিয়েছেন রূপাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরেছেন। শুধু তাই নয়, দীর্ঘ এতবছর ধরে এসব নিয়ে তিনি ক্লান্ত। তাই সাফ জানতে চাইলেন, “কী করা যায় এদের নিয়ে? এরা তো ভয়ঙ্কর!”

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *