Bangladesh News: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ আমাদের সরকারের বিরুদ্ধে তৈরি একটি ষড়যন্ত্র। আমাদের দেশের মানুষ কখনও সন্ত্রাসকে আশ্রয় দেয়নি। ইসলামের নামে তারা (সন্ত্রাসবাদীরা) যা প্রতিষ্ঠা করতে চায় তা সম্পূর্ণ ভুল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার রাতে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি হিন্দু মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে। এর পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অন্য দিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনি বা সমর্থন করেনি। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। একই চেতনায় কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের হিন্দু সমাজ এদেশে ছিল এবং থাকবে।
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হিন্দুদের বাদ দেওয়ার অথবা বঞ্চিত করার কোনও পরিকল্পনা সরকারের নেই। আমরা তাদের অগ্রাধিকার দিয়েছি। তাঁরা সচিবালয় ও পুলিস বিভাগসহ বিভিন্ন জায়গায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁরা তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে রয়েছেন। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ভালোবাসে। আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা বিরধিতায় বিশ্বাসী; এখানে শুধু মুসলিমদের জয় হবে বলে আওয়ামী লীগ বিশ্বাস করে না। তাই সব সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।
‘সন্ত্রাস আমাদের সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র‘
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ আমাদের সরকারের বিরুদ্ধে তৈরি একটি ষড়যন্ত্র। আমাদের দেশের মানুষ কখনও সন্ত্রাসকে আশ্রয় দেয়নি। ইসলামের নামে তারা (সন্ত্রাসবাদীরা) যা প্রতিষ্ঠা করতে চায় তা সম্পূর্ণ ভুল। সন্ত্রাসবাদ আমাদের ইসলাম সমর্থন করে না। আমাদের ইসলামভিত্তিক দল ও সাধারণ মানুষ তাদের ঘৃণা করে। আমরা সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে এবং তাদের ঘৃণ্য পরিকল্পনা উদঘাটনে সফল হয়েছি।
আরও পড়ুন: Jupiter Beating Saturn: মহাকাশের মেসি-রোনাল্ডো! শনিকে হারিয়ে বৃহস্পতিই জিতে নিল চাঁদের বিশ্বকাপ…
তারা বিদেশে পালানোর চেষ্টা করে, প্রশিক্ষণের জন্য পাহাড়ে যায় এবং তারপর ফিরে আসে। আমরা তাদের প্রতিহত করতে সক্ষম। সন্ত্রাস এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটা সরকারের সাফল্য। ইসলাম বা অন্য কোনও ধর্মে মানুষ হত্যার কোনও স্থান নেই। প্রতিটি ধর্ম মানুষের মধ্যে শান্তি প্রচার করে।
‘মুক্তিযুদ্ধের পরাজিত বাহিনী এখনও পিছু হটেনি‘
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ২১ বছর ক্ষমতায় ছিলাম না; সেই ২১ বছরে আমাদের মূল্যবোধ হারিয়েছে, ইতিহাস বিকৃত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সবকিছু ঠিকঠাক করেছেন। আমাদের চেতনা ছিল একটি সাম্প্রদায়িকতা বিরোধী দেশ, সবার জন্য বাসস্থান, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যের নিশ্চয়তা। সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনও পিছু হঠেনি। তারা এখনও সক্রিয়। তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খেলতে চায়। তারা বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তারাও একই ষড়যন্ত্রের অংশ। আমরা এটা সহ্য করব না’।
আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে সন্ধ্যায় ফের ৭.৫ মাত্রার কম্পন!
জানা গিয়েছে, শনিবার রাতে অজানা দুর্বৃত্তরা উত্তর-পশ্চিম বাংলাদেশের ১৪টি হিন্দু মন্দিরে হামলা ও ভাংচুর করেছে। রোববার পুলিস এই তথ্য জানিয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা বিদ্যানাথ বর্মণ বলেন, রাতে অজ্ঞাতনামারা হামলা চালিয়ে ১৪টি মন্দিরের মূর্তি ভাংচুর করে।
উপজেলার পূজা অনুষ্ঠান পরিষদের সাধারণ সম্পাদক বর্মন জানান, কিছু প্রতিমা ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে কিছু মুর্তি মন্দিরের পাশের পুকুরে পাওয়া গিয়েছে।