Mumbai Crime News : ফোন-মেসেজের জবাব না দেওয়ার ‘শাস্তি’! প্রাক্তনকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Crime News : প্রাক্তন বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মুম্বইয়ের মিরা রোড (Mumbai Mira Road) এলাকার ঘটনায় চাঞ্চল্য। সম্পর্ক ভাঙনের জন্য এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধর্মের অজুহাত দিয়ে বিয়ে করতে অস্বীকার করেছিল বান্ধবী। বারবার দেখা করার কথা বললেও, তা না করায় প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ ও লাঞ্ছনার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত ২৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মিরা রোড এলাকায়। ঘটনার পর অভিযুক্ত পলাতক। তার খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ইমতিয়াজ চৌধুরি নামে ওই যুবকের সঙ্গে মহিলার পরিচয় হয়। মুম্বইয়ের একই এলাকায় থাকত তারা। কিন্তু কয়েকদিন আগে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ইমতিয়াজ ভিন্নধর্মী হওয়ায়, তাকে বিয়ে করা যাবে না বলে জানিয়ে দেন ওই মহিলা। এরপর থেকে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়।

97515635

পুলিশ সূত্রে আরো খবর, দেখা-সাক্ষাৎ বন্ধ হলেও, প্রায়ই ওই যুবক মহিলাকে দেখা করার জন্য মোবাইলে মেসেজ পাঠাতো। যদিও মহিলা তার উত্তর দেয়নি। গত ২৯ জানুয়ারি প্রাক্তন বান্ধবীকে দেখা করার জন্য ফের মেসেজ করে। দেখা না করলে, পুরনো অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করার হুমকিও দেয় অভিযুক্ত। এই হুমকির ফলে প্রায় বাধ্য হয়ে ইমতিয়াজের সঙ্গে দেখা করে ওই মহিলা। এই সময় তাকে কাশিমিরার এলাকায় একটি লজে জোর করে নিয়ে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নিয়ে গিয়ে ইমতিয়াজ ওই মহিলাকে লাঞ্ছনার পাশাপাশি

ধর্ষণ

করে বলে জানিয়েছেন তদন্তে নিযুক্ত এক পুলিশ কর্তা। ওই পুলিশ কর্তা জানিয়েছেন, লজে পৌঁছানোর পরেই ঘরের মধ্যে বেশ কয়েকটি জায়গায় থুথু ফেলে অভিযুক্ত ইমতিয়াজ। এরপর সেগুলি প্রাক্তন বান্ধবীকে চাটতে বাধ্য করে সে। না চাটলে, মহিলাকে খুনের হুমকি দেয় বলে জানিয়েছেন ওই

পুলিশ কর্তা

97447696

এরপরেই ওই মহিলা কোনো রকমে অভিযুক্তের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে ফিরে আসে। পুরো ঘটনাটি তাঁর এক বন্ধুকে জানায় । এরপর গত ১ ফেব্রুয়ারি ওই বন্ধুই মহিলাকে কাশিমিরা থানায় নিয়ে আসেন এবং অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ইমতিয়াজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭, ৩৫৪বি (বলপ্রয়োগ), ৩২৩ (আঘাত করা), ৩২৪ এবং ৫০৬ (ভয় দেখানে) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ জানিয়েছে। এদিকে, তার বিরুদ্ধে

থানায়

লিখিত অভিযোগ দায়ের হয়েছে শুনতে পেরেই এলাকা থেকে চম্পট দেয় ইমতিয়াজ। পুলিশ বারবার তাঁর ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও, ব্যর্থ হয়েছে। পালিয়ে সে রেহাই পাবে না বলে আশ্বস্ত করেছে কাশিমিরা থানার পুলিশ। খুব শীঘ্রই সে ধরা পড়বে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *