Shani Unlucky Zodiacs Till 2025: শনির রোষে নাজেহাল ৫ রাশি, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ভোগান্তি-দুর্ভাগ্য

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ধীশ এবং কর্মদাতা। কথিত আছে, শনিদেব মানুষের ভালো-মন্দ কাজের হিসেব-নিকেশ রাখেন। শনি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর। শনি আড়াই বছরে এক রাশি থেকে আর এক রাশিতে পদার্পণ করে। ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন। এমতাবস্থায় শনির রোষে পড়তে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকারা। ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত এই দশা চলতে থাকবে। 

কর্কট- জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির অষ্টম ঘরে বিরাজমান শনি। এই রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যে কোনও পরিকল্পনায় আসবে বাধা। চাকরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। বিবাহিত জীবনেও সমস্যা হতে পারে। ব্যবসায় আসবে বাধা। 

কন্যা-শনি আপনার পঞ্চম ও ষষ্ঠ ঘরে আসেন। এর ফলে মিশ্র ফল পাবেন। যে কোনও কাজে আসবে বাধা। পড়াশুনোয় সমস্যায় পড়বেন পড়ুয়ারা। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় পেট সংক্রান্ত সমস্যা হতে পারে।

বৃশ্চিক-এই রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টা খুব বেদনাদায়ক হবে। তাঁদের শুরু হয়েছে শনির ঢাইয়া। চলবে আড়াই বছর। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। এই সময়ে চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করলে সাবধানে পদক্ষেপ করুন। পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হবে। ব্যবসায় উত্থান-পতন থাকবে। চাকরিতে সতর্ক থাকুন। 

কুম্ভ- কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুরু হয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। কঠোর পরিশ্রমের ফল পাবেন।  কোনও কাজে আশানুরূপ ফল পাবেন না। বিবাহিত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলবে। এই সময়ে রাগ নিয়ন্ত্রণ করুন। বড়দের পরামর্শ অনুযায়ী কাজ করুন।

মীন- জ্যোতিষশাস্ত্র অনুসারে,মীন রাশির জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়েছে। মীন রাশির জাতক-জাতিকাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সঙ্গীকে উপেক্ষা করতে পারেন। তার ফল পড়বে প্রেম ও বিবাহজীবনে। যে কোনও পরিকল্পনা করলে আসবে বিস্তর বাধাবিঘ্ন। 

আরও পড়ুন- কেতু-চন্দ্রের গ্রহণ যোগ, এক মাস সতর্ক থাকুন ৫ রাশি, বাধা-দুর্ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *