Sidharth Malhotra And Kiara Advani Wedding : সিদ্ধার্থ-কিয়ারার শুভ পরিণয় সম্পন্ন, ছবি শেয়ার নবদম্পতির

চার হাত এক হয়ে গেল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আডবানির (Sidharth Malhotra And Kiara Advani Wedding)। ‘শেরশাহ’ ছবি থেকে শুরু হয় তাঁদের প্রেম, যা এবার পরিণতি পেল। জয়সলমিরের সূর্যগড় প্যালেসে বিয়ে হয় তাঁদের। বিয়ে হয়ে যাওয়ার পর নবদম্পতির ছবি দেখতে উপগ্রীব ছিলেন সকলেই। এবার সেই অপেক্ষাও শেষ। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবদম্পতি, যা দেখে ব্যাপক খুশি তাঁদের ভক্তরা। 

জয়সলমিরের সূর্যগড় প্যালেসে ধুমধামের সঙ্গে বিয়ে হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির। ‘সাজন জি ঘর আয়ে’ গানের সঙ্গে বিয়েতে এন্ট্রি নেন সিদ্ধার্থ। এছাড়া তাঁর ছবি ‘বার বার দেখ’র বিখ্যাত গান ‘কালা চশমা’ও বাজতে শোনা যায় বিয়ের আসরে। বিয়েতে ছিলেন দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বলিউডের তারকারা। সকলেই নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা ও শুভকামনা জানান। 

বিয়েতে বিশেষ ব্রেকফাস্ট

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির বিয়েতে যে সমস্ত অতিথিরা গিয়েছিলেন তাঁদের দেওয়া হয় বিশেষ দেশী ব্রেকফাস্ট। বিয়েতে উপস্থিত হয়ে ব্রেকফাস্ট নিয়ে ছবি শেয়ার  করেন জুহি চাওলা। ব্রেকফাস্টে ছিল পরোটা, গুড়, দই ও আচার। দেশী সেই ব্রেকফাস্ট খেয়ে দারুণ খুশি জুহি। 

সূর্যগড় প্যালেসে হল বিয়ে

গোলাপি রঙে সাজান হয় প্যালেস

বিয়ের আগে ৬ ফেব্রুয়ারি মেহেন্দি ও সংগীত সেরিমনি ছিল। সংগীত নাইটের জন্য সূর্যগড় প্যালেসকে গোলাপি রঙে সাজিয়ে তোলা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। ছবি দেখে কিছুটা হলেও আন্দাদ পাওয়া যাবে যে কতোটা জাঁকজমকের সঙ্গে আয়োজতি হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। 

বিয়েতে বিশেষ অতিথিরা

সিদ্ধার্থ ও কিয়ারার নতুন জীবনের শুরুর মুহূর্তে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকাও। বিয়েতে দেখা গেল জুহি চাওলা, করণ জোহার, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুতের মতো তারকাদের। বিয়ের পর ইতিমধ্যে ফিরতেও শুরু করেছেন অতিথিরা। মুম্বই এয়ারপোর্টে দেখা গেল শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে। 

আরও পড়ুন – গ্রামেই যাবেন কলকাতার ডাক্তাররা, পঞ্চায়েতের আগে শুরু হচ্ছে ‘দুয়ারে পিজি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *