‘আসছি…’, ফ্যামিলি ম্যান ৩-র রিলিজ নিয়ে বড় আপডেট মনোজ বাজপেয়ীর

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর। আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান। শ্রীকান্ত তিওয়ারির বেশে দেখা গিয়েছিল মনোজ বাজপেয়ীকে। ভিন্ন ধাঁচের এই সিরিজ পছন্দ হয়েছিল নেটিজেনদের। ব্যাপক সাফল্য পায় The Family Man। ২০২১ সালে সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পায়। শ্রীকান্ত এবং তার পরিবারের গল্প সুপারহিট হয়। সেই থেকেই শোর তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করে আছেন অনেকেই। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছরেই মুক্তি পাবে দ্য ফ্যামিলি ম্যান ৩। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড করে তিনি বড়সড় সূত্র দেন।

96790847

মনোজের

কথায়, “হ্যালো হ্যালো হ্যালো! ক্যায়সে হ্যায় আপ লোগ? বহত টাইম হো গয়া, নহি? মেরি বাত গওর সে শুনিয়ে। ইস হোলি আপনি ফ্যামিলি কে লিয়ে আ রাহা হুঁ। আপনি ফ্যামিলি লেকর। স্টে টিউনড!” বাংলায় যার অর্থ, “হ্যালো হ্যালো হ্যালো! আপনারা সকলে কেমন আছেন? অনেকটা সময় কেটে গিয়েছে। তাই না? আমার কথাটা এবার মন দিয়ে শুনুন। এবারের হোলিতে নিজের পরিবারের সঙ্গে আসছি। আপনাদের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। ধৈর্য ধরুন!”

96795821

নিজের পোস্টে

দ্য ফ্যামিলি ম্যান

সিরিজের নাম উল্লেখ করেননি মনোজ বাজপেয়ী। কোনও হ্যাশট্যাগও ব্যবহার করেননি তিনি। শুধুমাত্র ফ্যামিলি শব্দে জোর দিয়ে ইনস্টাগ্রামে লিখলেন, “ফ্যামিলি কে সাথ আ রহা হুঁ। স্বাগত নহি করোগে হামারা?” কিন্তু, সকলেই বুঝতে পেরেছিলেন যে দ্য ফ্যামিলি ম্যান প্রসঙ্গেই কথা বলছেন মনোজ। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে বলিউডের প্রতিভাবান অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট। ইতিমধ্যেই লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়ে গিয়েছেন মনোজ। আম জনতার পাশাপাশি সেলেবরাও কমেন্ট করতে শুরু করেছেন তাঁর পোস্টে। শ্রেয়া ধন্বন্তরী লিখলেন, “আরে… আরে!”

97202600

দোলের ছুটির নয়া সিজন দেখতে পাওয়ার আনন্দে মশগুল হয়ে গিয়েছেন অনেকেই। হিমাংশু পান্ডে নামের এক নেটিজেন ফায়ার এবং লাভড ইমোজি ব্যবহার করে লিখলেন, “

ফ্যামিলি ম্যান সিজন ৩

তাহলে আসছে!” জৈন নামের এক ইনস্টাগ্রাম ইউজার লিখলেন, “তার মানে ২০২৩ সালের মার্চ মাসেই মুক্তি পাচ্ছে ফ্যামিলি ম্যান সিজন ৩? এটাই বলতে চাইলেন উনি? তাই তো? আমি আর তর সইতে পারছি না।” যদিও কিছুজনের দাবি, ফ্যামিলি ম্যান ৩ নয় বরং আপকামিং ছবি গুলমোহরের ব্যাপারেই বড় ইঙ্গিত দিয়েছেন মনোজ। যা পারিবারিক ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *