“অব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি”, বিয়ের মিষ্টি মুহূর্তের ছবি আপলোড করে ইনস্টাগ্রামে এই বার্তা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর অনুরাগীদের আশীর্বাদ এবং ভালোবাসা চাইলেন তাঁরা। লাখ লাখ ভক্ত তাঁদের কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আম জনতার পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেবরাও। তবে সিড এবং কিয়ারা বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। বিয়ের আগে সম্পর্কে থাকার কথাও স্বীকার করেননি তাঁরা। ফলে শেরশাহ খ্যাত জুটির রিয়েল লাইফ প্রেমের কাহিনি কিন্তু অনেকেরই অজানা। চণ্ডীগড়ে প্রথমবার দেখা হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। শেরশাহ ছবির শ্যুটিং মূলত পালানপুর এবং চণ্ডীগড়ে হয়েছিল। কিয়ারার অংশের শ্যুটিং মূলত চণ্ডীগড়েই হয়। তাই সেখানেই ছবির নায়কের সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথম সাক্ষাতেই নাকি এক অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়েছিল নায়ক-নায়িকার মধ্যে।
97704458
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাঞ্ঝা গানটির শ্যুটিং করার সময়েই পরস্পরের প্রেমে পড়েছিলেন
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী
। ওই গানের কিছুটা অংশ শ্যুটের জন্য খান্ডালা গিয়েছিলেন দুই এক সেই সময়েই নাকি প্রেম জমে উঠেছিল। সিনেমার প্রোমোশনের সময় বেশ কিছু লাভিডাভি রিল ভিডিয়ো বানিয়েছিলেন তাঁরা। সেই সময় কিছুজন দাবি করেছিলেন যে রিয়েল লাইফ কেমিস্ট্রি না থাকলে এতটা সুন্দর করে পর্দায় প্রেম ফুটিয়ে তোলা সম্ভব নয়। বাকিটা ইতিহাস। চণ্ডীগড়ে প্রেম, খান্ডালায় রোম্যান্স করার পর রাজস্থানে বিয়েটা সেরে ফেললেন সিদ্ধার্থ-কিয়ারা।
97681199
তবে প্রথমদিকে
সিদ্ধার্থ এবং কিয়ারার
প্রেমের যুতসই কোনও প্রমাণ মেলেনি। যদিও ২০১৯ সালে পর্দাফাঁস হয়। নিউ ইয়ারের দিন অভিনেতা সাউথ আফ্রিকায় ট্যুর করতে গিয়েছিলেন। ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলেন তিনি। যা পরে সোশাল মিডিয়ায় আপলোড করেন সিড। এরপরেই নেটিজেনরা বুঝে যান যে ক্যামেরার পিছনে কিয়ারা ছিলেন। কী ভাবে? না, একসঙ্গে ছবি আপলোড করেননি দুই তারকা। কিন্তু, তাঁদের দু’জনের সিঙ্গল ছবি ব্যাকগ্রাউন্ড অনেকটা একইরকম ছিল। ব্যস, আর কারও বুঝতে বাকি থাকে না যে একই সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা।
97700491
পরবর্তীতে আরও বেশ কিছু জায়গায় ঘুরতে গিয়ে প্রায় একইরকম ছবি আপলোড করতেন তাঁরা। গত বছর কফি উইথ করণের সপ্তম সিজনে এসে কিয়ারা জানিয়ে দেন যে
তাঁর বন্ধু নন। বন্ধুর চেয়ে অনেক বেশি। প্রেমের আভাস দিলেও, সরাসরি কিছু বলেননি সিদ্ধার্থ। রিলেশনশিপ স্ট্যাটাস খোলসা করলেন বিয়ের পর।