Kiara Advani And Siddharth Malhotra Wedding: সাত পাক ঘুরলেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রা। মনিশ মলহোত্রার ডিজাইন করা আউটফিটেই সাজলেন দুজন। গোলাপি লহেঙ্গায় অপরূপ দেখাচ্ছিল কিয়ারা আডবানিকে।
Kiara Advani in Manish Malhotra Lehenga: জয়সলমেরের আকাশে উড়ল ভালোবাসার গুলাল। বিবাহ বন্ধনে বাধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা। বিটাউনের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানি। যাঁদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তাই বিয়ের খবর প্রকাশ্য়ে আসার পর থেকেই অনুরাগীদের মধ্য়ে উৎসাহের সীমা ছিল না।
নববধূ রূপে কেমন দেখাবে কিয়ারাকে? তা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাঁর অনুরাগীরা। সূর্যগড় প্যালেসে রাজকীয় ঘরানায় পরিজনের উপস্থিতিতে সাতপাক ঘুরলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। মনিশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে কিয়ারা আডবানিকে স্বপ্নসুন্দরীর মতো দেখাচ্ছিল। দেখে চোখ ফেরানো যায়নি। (ছবি- )
অপরূপ সাজে কিয়ারা আডবানি
বেশ কিছুদিন ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল জয়সলমেরে। গত সপ্তাহে একদিন মনিশ মলহোত্রার বাড়িতেও দেখতে পাওয়া যায় কিয়ারাকে। তখন থেকেই এই জল্পনা চলছিল যে, তবে কি মনিশের লহেঙ্গাতেই সাজতে চলেছেন তিনি?
পরে জানা যায়, মনিশ মলহোত্রা নাকি কিয়ারা আডবানির বিয়ের জন্যে ১৫০টি আউটফিট ডিজাইন করেছেন। তখনই আন্দাজ করা গিয়েছিল যে, এই অভিনেত্রীর সাজ ঠিক কতটা সুন্দর হতে চলেছে। সেই ধারণাকেই সত্যি করে অপরূপ রূপে ধরা দিলেন কিয়ারা আডবানি।
চোখ ফেরানোর উপায় নেই
আজ সকালে বিবাহ বাসর বসে সূর্যগড় প্যালেসে। সিদ্ধার্থ মলহোত্রার বরযাত্রীর এক ঝলকের ছবি ভাইরাল হয়। গতকাল হলদি ও মেহন্দি অনুষ্ঠানের ছবিও ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, কিয়ারা আডবানি যখন সুন্দর করে সেজে বিবাহ আসরে এলেন, তখন তাঁর রূপের ছটায় ফিকে হল সব কিছুই।
লহেঙ্গা সেটে তাঁকে অপরূপ দেখাচ্ছিল। বিটাউনের জনপ্রিয় অভিনেত্রীদের যে কনের সাজ আমরা দেখেছি, কিয়ারার এই লুক সেই তালিকায় অন্যতমভাবে জায়গা করে নিল। পাশে সিদ্ধার্থ মলহোত্রাকেও দারুণ দেখাচ্ছিল।
কেমন ছিল লহেঙ্গাটি?
কিয়ারা আডবানি একটি কাস্টোম ওমব্রে লহেঙ্গা পরেছিলেন। তাঁর গোলাপি লহেঙ্গায় এমব্রয়ডারি ডিটেলিং ছিল। যা রোমান আর্কিটেকচারকে ফুটিয়ে তোলে। আসল Swarvoski ক্রিস্টাল ব্যবহার করা হয়েছিল। মনিশ মলহোত্রার সিগনেচার স্পার্কেলের এমবেলিশমেন্ট ছিল এই লহেঙ্গায়।
এই বিশেষ দিনের জন্য কিয়ারা আডবানি হিরের গয়না পরেছিলেন। মনিশ মলহোত্রার জুয়েলারি সংগ্রহ থেকেই এই গয়না বেছে নিয়েছিলেন তিনি। আলট্রা ফাইন হ্যান্ডকাট হিরে এবং বিশেষ এক ধরনের পান্নার গয়না পরেছিলেন তিনি।
সিদ্ধার্থর আউটফিটেও মনিশ মলহোত্রা লেবেল
সিদ্ধার্থ মলহোত্রার আউটফিটও ছিল দেখার মতোই। তিনি পরেছিলেন মেটালিক গোল্ড শেরওয়ানি। যাতে রয়্যাল টাচ দেওয়া হয়েছিল। এই শেরওয়ানিতে বিশেষ ফিচার ছিল। \
এর উপর ছিল আইভরি থ্রেডওয়ার্কও। গোল্ড জরদৌজি ওয়ার্ক করা হয়েছিল সিদ্ধার্থের শেরওয়ানিতে।
স্বপ্নসুন্দরী নববধূ
মনিশ মলহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় অপূর্ব দেখতে লাগছিল কিয়ারা আডবানিকে। তাঁকে দেখে চোখ ফেরাবে, কার সাধ্যি? বিটাউনের স্বপ্নসুন্দরী কিয়ারাকে নববধূ রূপে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
মনিশ মলহোত্রার আউটফিটই বারবার বেছে নিয়েছেন কিয়ারা আডবানি।
তাই তাঁর জীবনের এই বিশেষ দিনটির জন্যে যে তিনি এই ডিজাইনারের আউটফিটকেই গুরুত্ব দেবেন, তা আন্দাজ করা গিয়েছিল। অভিনেত্রীর বিবাহের এই সাজ দেখে চোখ ভরে যায়।