নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার ফের আদালতে তোলা হয়। আদালত থেকে জেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্ষদের প্রাক্তন সভাপতির গাড়ি। জানা গিয়েছে, আহত হয়েছেন মানিক ভট্টাচার্য। পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের বুকে এবং মুখে আঘাত লেগেছে বলে খবর। মঙ্গলবার বিকেলে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে করে মানিককে নিয়ে আসা হচ্ছিল প্রেসিডেন্সি জেলে। সে সময়ই এই ঘটনা ঘটে। মানিকের আঘাত গুরতর নয় বলেই জানা গিয়েছে। যাদিও তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। উত্তেজিত হয়ে পড়েন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত মানিক।
97526389
এদিকে, মঙ্গলবার আদালতে মানিক ভট্টাচার্য বলেন, “আমার লন্ডনে ফ্ল্যাট রয়েছে? কেউ ঠিকানা বলতে পারলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। আমার সামাজিক সম্মানহানি করা হচ্ছে। ১৯৮৯ নদিয়ার বাড়ি রয়েছে আমাদের। তারপর পরিবার বাড়ায় ফ্ল্যাট কিনি। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কোনও বাড়ি আছে কেউ প্রমাণ করতে পারবে না। তাছাড়াও বলা হচ্ছে আমার দু’টো পাসপোর্ট রয়েছে।
একটা পাসপোর্ট শেষ হলে দ্বিতীয় রিনিউ হয়। দু’টো পাসপোর্ট থাকলে তো সরকার ব্যবস্থা নেবে।”
97549232
এর আগে মানিক ভট্টাচার্যের শুনানি পর্বে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ভূপেন হাজারিকার একটি গানের উল্লেখ করেন বলেছিলেন, “হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে। রাজ্যটাও এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কী করে সম্ভব? ছিঃ ছিঃ ছিঃ ছিঃ এটা কি হচ্ছে? আমরা কিছু SMS উদ্ধার করতে পেরেছি। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কিছু সূত্র আমরা পেয়েছি মানিক ভট্টাচার্যর কাছ থেকে।” এর উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি? শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।”