Lucky Name In Astrology: শিশুর জন্মের পরপরই তার নামকরণ করা হয়। জ্যোতিষ অনুসারে আমাদের জীবনে আমাদের নামের বিশেষ প্রভাব রয়েছে। কারণ শব্দ আমাদের চারপাশে এক বিশেষ শব্দতরঙ্গ সৃষ্টি করে। আমাদের নামে যে অক্ষরগুলি থাকে, তার ধ্বনি আমাদের জীবনে ঘিরে থাকে। কারণ আমাদের নাম আমাদের সামনে বারবার উচ্চারিত হতে থাকে। তাই এই শব্দতরঙ্গ আমাদের জীবনে বিশেষ প্রভাব সৃষ্টি করে।
আজ আমরা আলোচনা করব নামের মধ্যে কোন কোন অক্ষরগুলি দু-বার করে থাকলে তা অত্যন্ত শুভ হয়ে থাকে। এই অক্ষরগুলি আমাদের চরিত্র ও ভাগ্য সম্পর্কেও অনেক কিছু জানায়। জেনে নিন ইংরেজি বর্ণমালার এই অক্ষরগুলি কী কী।
96910853
A এবং I
যদি আপনার নামের মধ্যে ইংরেজি বর্ণমালা A অথবা I বর্ণটি দু-বার থাকে, তাহলে আপনি অত্যন্ত আমুদে ও প্রাণপ্রাচুর্যে ভরপুর। আপনার সাহসও যথেষ্ট। একবার কোনও কাজ করবেন বলে ঠিক করলে, সেই কাজ করতে জান-প্রাণ লাগিয়ে দেন আপনি। ভবিষ্যতের কথা ভেবে আগে থেকেই পরিকল্পনা করে রাখেন এই জাতকরা। আপনি জানেন সাফল্য পেতে হলে কোথায় কতটা পরিশ্রম ও চেষ্টা করতে হবে। আপনি যেন সব সময় সৌভাগ্যলক্ষ্মীর হাত ধরেই চলেন।
95575917
S এবং L
আপনার নামের মধ্যে যদি S বা L দুবার করে থাকে, তাহলে আপনার কল্পনাশক্তি অত্যন্ত প্রবল। এই ধরনের মানুষরা সাধারণত শিল্পী প্রকৃতির হয়ে থাকেন। সঙ্গীত ও শিল্পের প্রতি এদের আগ্রহ থাকে প্রচুর। অত্যন্ত আবেগপ্রবণ হন এঁরা। পরিবারের সঙ্গেও এঁরা যুক্ত থাকেন। এঁদের ভদ্রতা সবাইকে আকর্ষণ করে। সবাই এঁদের পছন্দ করেন।
94467927
M, N বা T
যাঁদের নামের মধ্যে M, N বা T বর্ণটি দু-বার করে আসে, তাহলে সেই ব্যক্তিরা নানা সূত্র থেক অর্থলাভ করতে পারেন। এঁরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারেন। কঠোর পরিশ্রম করতে এঁরা ভয় পান না। কোনও কাজ থেকেই এরা কথনও পিছু হটেন না। জীবনে প্রচুর উন্নতি করেন এঁরা। এঁরা কখনও টাকা-পয়সা নিয়ে চিন্তা ভাবনা করেন না।
O এবং P
ইংরেজি বর্ণমালার O অথবা P বর্ণটি যদি আপনার নামে দু-বার করে থাকে, তাহলে আপনি অত্যন্ত শান্তি প্রকৃতির মানুষ। এঁরা যে কোনও কাজে সম্পূর্ণ ভাবে মনোনিবেশ করতে পারেন। এঁরা চিন্তাভাবনা করে কথা বলেন। এঁরা চান, কেউ যেন এঁদের কথায় আঘাত না পায়। সেই কারণে সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি লাভ করেন এই জাতকরা।