বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানেই একাধিক ঘটনার সাক্ষী থাকা। কখনও কোনও ঘটনা মজার হয় আবার কখনও কোনওটা বিতর্কের সৃষ্টি করে। যেমন সাকিব আল হাসান আম্পায়ারের উপর রাগ দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন। একাধিকবার নিয়ম ভেঙেছেন তিনি। পাকিস্তানের নাসিম শাহ আজম খানকে নিয়ে বডি শেমিং করেছেন। কখনও প্লেয়ার ও সমর্থকরা BPL-এর দুর্দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে BPL নবম বর্ষে পড়লেও বিতর্ক সঙ্গী থাকছে। এই বিতর্কে ভরা BPL-এর মধ্যে এবার একটি মজার ঘটনা ঘটল। গ্যালারিতে বসে ঘনিষ্ঠ হতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুগল। যেই ছবি বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।
97528017
গ্যালারিতে বসে চুমু খাওয়া হোক বা শরীর প্রদর্শন, ক্রীড়াক্ষেত্রে এই ধরনের ছবি আকছার দেখা যায়। ইউরোপের দেশগুলোতে এই ধরনের ছবি বেশি দেখা যায়। মাঠে বসে মদ্যপান হোক বা চুমু খাওয়া। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় এই ধরনের ছবিগুলো দেখা যায় না। ক্যামেরার সামনে চুমু হোক বা প্রেম, সবকিছুই নৈব নৈব চ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এইরকমই একই ঘটনা ঘটল। ক্রিকেট মাঠে প্রেম করতে গিয়ে ক্যামেরার সামনে ধরা পড়ল এক যুগল। ধরা পড়ার পর মাক্স পরে মুখ লুকনোর চেষ্টাও হল।
97601889
সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়। খুলনা বনাম বরিশালের মধ্যে ম্যাচের ছবি। যেখানে দেখা যায়, গ্যালারিতে বসে একটি মেয়ে তাঁর প্রেমিককে চুমু খেতে এগিয়ে যাচ্ছিলেন। গালের কাছাকাছি যখন ঠোঁট নিয়ে এসেছেন সেই সময় ক্যামেরায় ধরা পড়ে তাদের ছবি। জায়ান্ট স্ক্রিনে দেখা যায় সেটা। সেটা বুঝতে পেরে মেয়েটি সরে যান ও মাক্স পরে নেন। মাক্স না পেয়ে ছেলেটি মুখ লুকিয়ে নেন। তবে ততক্ষণে তাদের এই কাণ্ড ছড়িয়ে পড়েছে সব মহলে।
97557502
সোশাল মিডিয়ায় বিভিন্ন মিম পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। কেউ কেউ মনে করছেন, পুরোটাই পরিকল্পিত। অনেকে আবার এটিকে নিয়ে মজা করেছেন। কেউ কেউ বলছেন, BPL না দেখে সিরিয়াল দেখলেই পারত তারা। তবে গ্যালারিতে বসে প্রেম করতে গিয়ে যুগল যে বেশ বিপদে পড়ল তা বলাই যায়। এই ছবিটা ভাইরাল হওয়ার পর তাদের কী অবস্থা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে পাশ্চাত্যের সংষ্কৃতি আগলানোর চেষ্টা করলেও মনে যে ভয় থাকে তা নিশ্চিত।