ফাটাফাটি প্রসেসরের সঙ্গেই ফাস্ট চার্জিং! বাজেট বাঁচিয়েও সাধ পূরণ করবে OnePlus 11 5G? জানুন দাম

Apple, Samsung-এর পর হাইফাই স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডটির নাম না করলেই নয়, তা OnePlus। লুক থেকে স্পেশিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর-সব কিছুতেই এতদিন বাঘা বাঘা সংস্থাকে মাত দিয়ে এসেছে চিনা এই ফোন প্রস্তুতকারক সংস্থাটি। মাঝখানে কিছুদিন মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি ফোন বাজারে আনলেও হাইফাই ফ্ল্যাগশিপ ফোন বানানো কিন্তু বন্ধ করেনি OnePlus। বরং দুটো বাজারই একসঙ্গে ধরে রাখতে চাইছে সংস্থাটি। দিন কয়েক আগেই মধ্যবিত্তের বাজেটের মধ্যেই OnePlus Nord 3 বাজারে এনেছে সংস্থাটি। তবে এবার একগুচ্ছ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বাজারে আনল সংস্থাটি।

দিন কয়েক ধরেই চর্চা চলছিল OnePlus-এর Cloud 11 ইভেন্ট ঘিরে। মঙ্গলবার নয়াদিল্লিতে হয়ে গেল সেই লঞ্চ অনুষ্ঠানে। সেখানে, স্মার্টটিভি, ইয়ারবাড, ট্যাবলেট, কি-বোর্ডের সঙ্গেই দু’টি হাইফাই ফোন লঞ্চ করেছে OnePlus। এই প্রথম ট্যাবলেট তৈরি জগতে পা রেখেছে সংস্থাটি। অনেক কিছুই প্রথম Cloud 11-এ। এই প্রথমবার ফোনে 3rd generation Hasselblad camera system ব্যবহার হল। Cloud 11-র উদ্বোধন হল এবারই। তার পাশাপাশি প্রথমবার 100W ফাস্ট চার্জিংয়ের সুবিধা আনল সংস্থাটি। Snapdragon 8 Gen 2 প্রসেসরও প্রথম OnePlus-এ। ফলে বোঝাই যাচ্ছে, এই ইভেন্ট ঘিরে গুঞ্জনের কারণ।

ফার্স্ট লুক ফাঁস হয়েছে আগেই। তবে এতদিন পর্যন্ত OnePlus 11 5G নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছিল হাওয়ায়। এবার সামনে এল তার ফুল স্পেশিফিকেশন। জানা গেল দামও। সব মিলিয়ে সরগরম হয়ে উঠল Cloud 11-র মঞ্চ।

OnePlus 11 5G: লুক ও ডিসপ্লে

এই ফ্ল্যাগশিপ মডেল দিয়েই যাত্রা শুরু হল OnePlus 11। আপাতত দুটি রঙে লঞ্চ হয়েছে ফোনটি। একটি Eternal green এবং অন্যটি Titan Black। 6.7 ইঞ্চির 2K Super Fluid AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে। যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।

OnePlus 11 5G: প্রসেসর ও স্টোরেজ

Qualcomm Snapdragon 8 Gen 2 processor ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।

OnePlus

-এর ইতিহাসে যা প্রথম। দুটি স্টোরেজ ভ্যারেয়েন্টের সঙ্গে আসছে ফোনটি। একটি আসছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। অন্যটিতে মিলবে 16GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলে Android 13-এর উপরে কাজ করবে

OnePlus

-এর Oxygen OS 13।

97715773

OnePlus 11 5G: ক্যামেরা ও ব্যাটারি

OnePlus

-এর এই মডেলটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। 50 MP মেইন লেন্সের পাশাপাশি রয়েছে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর ফ্রন্টে 16 MP সেলফি ক্যামেরা তো থাকছেই। ব্যাটারি ক্যাপাসিটিতে তেমন চমক না থাকলেও চমক রয়েছে চার্জিংয়ে। 5000mAh ব্যাটারি রয়েছে মোবাইলটিতে। তবে তার সঙ্গে রয়েছে 100W ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

97704191

এবার আসা যাক আসন কথায়। আর সেটি অবশ্যই দাম। দামের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে

OnePlus

-এর এই হাইফাই মোবাইলটি। সেটিও জানা গিয়েছে গতকাল Cloud 11-র মঞ্চেই।

OnePlus

-এর এই মডেলটির দাম শুরু হচ্ছে 56,999 টাকা থেকে। 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টটি মিলবে ওই দামে। অন্যদিকে, 16GB RAM + 256GB storage যুক্ত মডেলটির দাম 61,999 টাকা।

OnePlus Store

-এর পাশাপাশি ফোনটি কেনা যাবে Amazon-এর মতো ই-কমার্স সাইট থেকে। করা যাবে প্রি-বুকিংও।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *