ফের রেপো রেট বাড়াল RBI, খরচ বাড়বে EMI-এর

RBI Repo Rate

: সাধারণ মধ্যবিত্তের পকেটে ফের একবার বড় ধাক্কা। আরও একবার রেপো রেট বৃদ্ধি করল Reserve Bank of India। চলতি বছরে এই প্রথমবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার RBI গভর্নর শক্তিকান্ত দাস 25 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন। সোমবার থেকেই ছিল RBI-এর মানিটরি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের শেষ দিনে এসে এদিন সুদ বৃদ্ধির ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এরফলে RBI-এর রেপো রেট বেড়ে হল 6.50 শতাংশ।

25 বেসিস পয়েন্ট যে সুদ বৃদ্ধি হতে পারে, সেই আশঙ্কা আগেই ছিল। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে এদিন সেই ঘোষণাই করলেন RBI গভর্নর। তিনি জানান 6 সদস্যের টিমের মধ্যে 4 জন সুদ বৃদ্ধির পক্ষে সায় দিতেই এই সুদ বৃদ্ধি করা হয়েছে।

বিস্তারিত আসছে… (এই খবর সম্পর্কে আরও টাটকা আপডেট পেতে পেজটিকে রিফ্রেশ করুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *