India GDP:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি কমিটির বৈঠকের শেষে সামনে এল একাধিক সিদ্ধান্ত। সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠকের শেষ দিন ছিল বুধবার। বৈঠকের শেষে এদিন একাধিক বিষয় স্পষ্ট করলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। এদিন তিনি জানান চলতি আর্থিক বছর (2022-23)-এ দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধি হতে পারে 7 শতাংশ পর্যন্ত। আগের অনুমান মোতাবেক এই সংখ্যা ছিল 6.8 শতাংশ। এদিন মুদ্রাস্ফীতি নিয়ে বলতে গিয়ে RBI গভর্নর জানান, গত 3 বছরে বিশ্বব্যাপী আর্থিক চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারতীয় অর্থনীতির শক্তি অটুট রয়েছে।
তবে 2023-24 আর্থিক বছরের প্রকৃত
বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে 6.4 শতাংশ। প্রথম কোয়ার্টারে এই বৃদ্ধি ধরা হয়েছে 7.8 শতাংশ, দ্বিতীয় কোয়ার্টারে বৃদ্ধির অনুমান করা হয়েছে 6.2 শতাংশ, তৃতীয় কোয়ার্টারে বৃদ্ধি করা হয়েছে 6 শতাংশ ও শেষ কোয়ার্টারে এই বৃদ্ধির অনুমান ধরা হয়েছে 5.8 শতাংশ।
97716474
পাশাপাশি এদিন RBI গভর্নর জানিয়েছেন, বিশ্ব আর্থিক ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ভারতের গতি রয়েছে ঊর্ধ্বমুখী। সব কিছু বিপত্তি কাটিয়ে দেশের গতি যে ঠিক রয়েছে, এ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। পাশাপাশি শক্তিকান্ত দাস জানান, বেশি পরিমাণে রবি ফসলের কারণে গ্রামীণ চাহিদা উন্নতি সম্ভব। যদিও RBI গভর্নর জানিয়েছেন FY24-এ দেশের আর্থিক মুদ্রাস্ফীতির হার 5.3 শতাংশ হতে চলেছে।
বাড়ানো হয়েছে রেপো রেটও (Repo Rate Hike)
পাশাপাশি এদিন বড় সিদ্ধান্ত হিসেবে বৃদ্ধি করা হয়েছে রেপো রেটও। শক্তিকান্ত দাস 25 বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির ঘোযণা করলেন। ফলে RBI-এর নয়া রেপো রেট হল 6.50 শতাংশ। রেপো রেট বৃদ্ধির ফলে খরচ বাড়তে চলেছে সাধারণ মানুষের। যে ব্যক্তিরা গাড়ি-বাড়ি কেনার জন্য লোন নিয়েছেন, তাঁদের EMI খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে 99 শতাংশ। RBI রেপো রেট বৃদ্ধির পর SDF-এর হার বেড়ে দাঁড়িয়েছে 6.25 শতাংশ ও MSF বেড়ে হয়েছে 6.75 শতাংশ।
97603378
পাশাপাশি শক্তিকান্ত দাস একটি প্রস্তাবও দিয়েছেন। ভারতে থাকা সমস্ত বিদেশি ভ্রমণকারীদের তাদের মার্চেন্ট পেমেন্ট (P2M) এর ক্ষেত্রে UPI ব্যবহার করার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, তিনি একটি নতুন পাইলট প্রজেক্ট শুরু করারও প্রস্তাব দেন। একটি QR কোড ভিত্তিক কয়েন ভেন্ডিং মেশিন 12টি শহরে চালু করা হবে বলে জানিয়েছেন RBI গভর্নর।