West Bengal News : মায়ের বাড়ি দখল করতে চাইছিল তাঁর মামা। চোখের সামনে এই দখলদারি দেখতে না পেরে প্রতিবাদ করেছিল বাড়ির মেয়ে। আর প্রতিবাদ করতে গিয়ে মামার ভোজালির কোপে আক্রান্ত হল ভাগ্নী। এমনই গুরুতর অভিযোগ উঠেছে আক্রান্ত মহিলার মামার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর (Durgapur) থানার শ্রীনগর পল্লীতে।
97716930
ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে (Durgapur Police Station)। সূত্রের খবর অনুযায়ী, দুর্গাপুরের (Durgapur) ২০নং ওয়ার্ডের শ্রীনগর পল্লীতে দীপ্তি সরকারের বাড়ি রয়েছে। কর্মসূত্রে দিদি দীপ্তি সরকার জামাইবাবু সুনীল সরকার এবং ভাগ্নি হেনা শেঠের সাথে ছোট থেকে থাকতো অজয় মল্লিক। ১৯৯৬ সালে হেনা শেঠের বিয়ে হয়ে যায়। তারপর সপরিবারে দিদির বাড়িতেই থাকতেন অজয় মল্লিক।
97617813
এদিকে, ২০১৮ সালে সুনীল সরকার ও ২০২১ সালে দীপ্তি সরকার পরপর দেহত্যাগ করেন। এরপরেই অভিযোগ ওঠে, তারপর ভাগ্নি হেনা শেঠ মায়ের বাড়িতে এলে এবং বাড়ির দাবি করলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হত না। এই নিয়ে মামা অজয়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকত ভাগ্নি হেনা শেঠের। ফের মঙ্গলবার রাত থেকে বাড়ির দাবিতে বাড়ির বাইরে বসে ধর্না শুরু করেন হেনা দেবী। কিন্তু তাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি এবং বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বুধবার সকাল থেকেই মামার পরিবারের সাথে ভাগ্নির দফায় দফায় বচসা হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মহিলা সমিতির সদস্যরা। তারাও হেনাদেবীর হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে মহিলা সমিতির সদস্যরা এবং হেনা দেবী তার মায়ের বাড়িতে ঢুকলে মামী এবং মামা অজয়ের ভোজালি হামলার মুখে পড়তে হয় তাঁদের। আহত হন হেনা দেবী। আক্রান্ত হন মহিলা সমিতির সদস্যরাও।
97683344
অন্যদিকে ভাগ্নির বিরুদ্ধে পালটা অভিযোগ তোলেন মামী। তাঁর অভিযোগ, মৃতা দীপ্তি দেবী তাদের বাড়ি দান করে দিয়েছেন আগেই। তবুও তারা হেনাদেবীকে ১৫ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন। তাতেও রাজি হননি হেনা দেবী। উলটে হেনা শেঠ তাদের ওপর
হামলা চালান
বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরে ঘটনাস্থলে পৌঁছায়
(Durgapur Police Station)। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। বাড়ির কাগজ পত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।