ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সারা পৃথিবীর প্রেমিক প্রেমিকারা মেতে উঠেছেন। ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে। এই দিনটিতে পছন্দের মানুষের মন পাওয়ার ৫ সহজ টিপস দিলাম আমরা।
ভালোবাসা পেতে গেলে আপনাকে প্রেম নিবেদন করতে হবে। আর এই কাজটা করার জন্য সবথেকে ভালো দিন হল প্রোপোজ ডে। ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিনে আসে প্রোপোজ ডে। এই দিনটির আগে একটু প্ল্যান করে নিতে পারলেই ভালোলাগার মানুষটির মন জয় করা যায়।
বিশেষজ্ঞরা বলে থাকেন, পৃথিবীতে সবার ভাগ্য একরকম নয়। কারও ভাগ্য ভালো তো কারও খারাপ। তাই তো কিছু মানুষ সহজেই অন্যের মন পেয়ে যান। অপরদিকে কিছুজন চেষ্টা করেও সম্পর্কে যেতে পারেন না।
এমনটা অনেক সময়ই হয় যে মানুষটি বহুবার
প্রোপোজ
করেছেন। একবার হয়নি, দুইবার হয়নি… তারপরও করে গিয়েছেন। এই ব্যর্থতার পিছনে নিজেরই কিছু খামতি থাকতে পারে। তাই নিজের সমস্যা চিনে নেওয়াটা সবার আগে জরুরি।
তবে ২০২৩ সালের প্রোপোজ ডে আপনার ভালোই কাটবে। শুধু আমাদের কথা মতো প্রেম নিবেদেন করুন। আশা করছি পছন্দের মানুষটি হ্যাঁ বলবেনই।
১. নিজের স্বত্ত্বা ধরে রাখুন
মানুষ এইসব দিনগুলিতে বেশি কিছু করে দেখাতে চান। তাঁদের মধ্যে প্রচেষ্টা থাকে অতিরিক্ত। এই কারণে তাঁরা এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলেন যা জটিলতা তৈরি করে। এক্ষেত্রে সবার প্রথম ভুলটা হল লোক দেখানো। এই কাজটা করতে গেলেই ফাঁদে পড়বেন। কারণ মেয়েদের চোখে কৃত্রিম সত্ত্বা খুব সহজেই ধরা পড়ে। তাই এই ভুলটা আর করবেন না। নিজের মতো করেই থাকুন।
২. হাঁটু ভাজ করে
প্রোপোজ
করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল হাঁটু ভাজ করে মনের কথা বলা। মনে রাখবেন, যুগের পর যুগ ধরে এভাবেই মানুষ প্রোপোজ করে এসেছেন। এই সিনাম্যাটিক বিষয়টি আপনার পছন্দ না হতেও পারে। তবে খুবই কার্যকরী। তাই হাঁটু ভাঁজ করে বসে পড়ুন পছন্দের মানুষটির সামনে। তারপর বলুন আমি তোমায় ভলোবাসি…
৩. খেতে খেতে সেরে ফেলুন
পছন্দের খাবার মন পুলকিত করে। তাই আপনি পছন্দের মানুষটিকে সঙ্গে নিয়ে কোথাও খেতে যান। রেস্তরাঁয় বসে পড়ুন। নিজেদের পছন্দের খাবার অর্ডার করুন। তারপর খেতে খেতে করে ফেলুন প্রোপোজ। এই উপায়েও পেতে পারেন মন। তিনি আপনার কথার বেশি গুরুত্ব দেবেন। আর বিষয়টাও হয়ে উঠবে পুরো ছায়াছবির মতো। পরে অন্যদের এই কাহিনি শোনাবেন।
৪. একটু সুন্দর জায়গা
এই দিনটি তাঁর পছন্দের জায়গায় কাটাতে পারেন। একটু গবেষণা করুন। তিনি কোথায় যেতে পছন্দ করেন দেখুন। তাঁকে সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তারপর গল্প শুরু করুন খোশ মেজাজে। একথা সেকথার মাঝে আসল বাক্য় বলে দিন। আশা করছি তাঁর মন অনায়াসে পেয়ে যাবেন। কোনও জটিলতা আপনাদের ছুঁতে পারবে না। তাই চিন্তা নেই।
৫. গোলাপ নিয়ে ফিল্মি ডায়লগ
একটু ফিল্মি করে তুলুন বিষয়টিকে। একটি গোলাপ কিনে ফেলুন। তারপর শাহরুখ খানের পোজে প্রোপোজ সেরে নিন। তবে আপনি চাইলে সুনীল গঙ্গোপধ্যায়, জয় গোস্বামীর কবিতা পড়েও শোনাতে পারেন। সেটাও সমান কার্যকরী। এখন কার্ড আপনার হাতে। আপনি সঠিক চাল দিতে পারলেই হবে কিস্তিমাত। চিন্তা নেই।
আরও পড়ুন:
আপনার জন্য সময় নেই, এদিকে বন্ধুদের সঙ্গে ফূর্তি করেন স্বামী? পরিস্থিতি সামলান এই ৫ উপায়ে
আরও পড়ুন:
পুরুষেরা সাবধান! এই ৫ কাজেই বিষিয়ে যান মহিলাদের মন, ভালোবেসেও পিছিয়ে আসেন