‘ভাইকে সুযোগ দেব’, অবসর নিয়ে ঘোষণা কামরান আকমালের

সদ্য পাকিস্তান ক্রিকেটের নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমাল। নতুন দায়িত্ব নিয়েই এবার সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলের বাইরে রয়েছে। একাধিকবার জাতীয় দলে সুযোগ দাবি জানানো হলেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তিনি একটা সময় আমেরিকায় গিয়ে সেখানকার জাতীয় দলের হয়ে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। অবশেষে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেই সুযোগ পেলেন। আর নতুন চাকরি পেয়েই তিনি অবসর নিলেন ক্রিকেটার হিসেবে। তিনি নির্বাচক কমিটিতে সুযোগ পাওয়ায় এবার আশা করা হচ্ছে তাঁর ভাই উমর আকমল জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

97696095

ক্রিকেট থেকে নিজের অবসরের খবর জানানোর পাশাপাশি তিনি জানান যে কোচিংও করবেন। তিনি বলেন, “কোচ হওয়ার পর বা জাতীয় দলের নির্বাচক হওয়ার পর নিজের খেলায় মন দেওয়া যাবে বলে আমি মনে করি না।” পাকিস্তানের হয়ে কামরান আকমল ২৬৮টা ম্যাচ খেলেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে তিনি সই করলেও তাঁকে খেলানো হয়নি।

97552908

কামরান আকমল নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ায় অন্য গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। টানা ব্যর্থতার জন্য বিভিন্ন মহল থেকে বাবর আজমকে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। যদিও এখনই তিনি অধিনায়কের পদ থেকে সরছেন না। এক্ষেত্রে কামরান আকমল বাবর আজমের আত্মীয় হওয়ায় বাবর পাকিস্তান দলে জাঁকিয়ে বসলেন বলে খবর। অন্যদিকে উমার আকমল জাতীয় দলে ফিরতে পারেন বলে মনে করছেন অনেকে।

97548911

কামরান আকমালের মত উমার আকমাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এবার দাদা দলের দায়িত্ব পাওয়ায় ভাই দলে সুযোগ পাবেন বলে আশা করছেন কেউ কেউ। কামরান আকমাল দায়িত্ব নিয়ে বলেন, “ও দারুণ ব্যাটার এবং আমার কাজ হচ্ছে নির্বাচক ও পেশোয়ার জালমির কোচ হিসেবে ওকে জায়গা দেওয়া। কিন্তু ও ব্যাটিংয়েও কিছু খামতি রয়েছে, যেটা আমাদের ঠিক করতে হবে।”

97600983

কামরান আকমালের এই ঘোষণার পর তাঁর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলা শুরু করে দিয়েছেন সমর্থকরা। পাকিস্তান ক্রিকেটে স্বজনপোষণের অভিযোগ এরআগেও ছিল। গত বিশ্বকাপে খাপের লোকদের সুযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অনেকে। সেই ধারাটাই যে এখনও বজায় রয়েছে তার প্রমাণ মিলল কামরান আকমালের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *