‘যাকে বলি তৃপ্তি’, সংসদে বিতর্কিত মন্তব্য নিয়ে সমর্থকের ট্যুইটে বললেন মহুয়া

সংসদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রয়োগ করা ভাষা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এরই মাঝে এই প্রসঙ্গে এক তৃণমূল সমর্থকের ট্যুইটের উত্তর দিলেন মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। তৃণমূল সমর্থকের ট্যুইটের প্রেক্ষিতে মহুয়া মৈত্রের ট্যুইট, ‘গভীরভাবে সন্তোষজনক। যাকে বলি “তৃপ্তি”।’

সংসদে আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য মঙ্গলবার তীব্র বিরোধিতার সম্মুখীন হন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বুধবার, টুইটারে একজন তণমূল সমর্থক তাঁকে ধন্যবাদ জানান। তার প্রেক্ষিতে এই মন্তব্য করেন মহুয়া মৈত্র। 

জানা গিয়েছে, মঙ্গলবার সংসদে যখন টিডিপি সাংসদ রাম মোহন নাইডু বক্তব্য রাখছিলেন সেই সময় মহুয়া মৈত্রের মাইক্রোফোনে ওই শব্দটি রেকর্ড হয়ে যায়। এই ঘটনার পর বিজেপি নেতারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। তাঁর ক্ষমা চাওয়ার দাবিও জানান হয়। এই প্রসঙ্গে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “আমি তাঁকে ক্ষমা চাইতে বলব, কিন্তু যদি তিনি তা না করেন, তবে সেটি তাঁর সংস্কৃতি।”

এদিকে নিজের অবস্থানে অনড় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার দাবি, তাঁর বিরুদ্ধে বিজেপির আক্রমণ ছিল “পুরুষতান্ত্রিক”। বিজেপির নিন্দা করে তিনি বলেন, “বিজেপি বলছে কীভাবে আমি নারী হয়ে এমন একটি শব্দ ব্যবহার করতে পারি? তাহলে কি এর উপযুক্ত জবাব দেওযার জন্য আমায় একজন পুরুষ হতে হবে?”  

প্রসঙ্গত, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব চলাকালীন  আদানি ইস্যুতে কথা বলতে গিয়ে, মহুয়া মৈত্র বলেন, একজন বিখ্যাত ব্যক্তি যার নাম ‘এ’ দিয়ে শুরু হয় এবং ‘আই’ দিয়ে শেষ হয় তিনি সবাইকে প্রতারণা করেছেন। একইসঙ্গে আদানি গ্রুপের কার্যকর্ম এবং হিন্ডেনবার্গ রিসার্চে উত্থাপিত অভিযোগের তদন্তের দাবিও জানিয়েছেন মহুয়া। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও নিজের মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। মা কালীকে নিয়ে তাঁর করা মন্তব্যকে ঘিরেও ছড়িয়েছিল তীব্র বিতর্ক।

আরও পড়ুন – কলকাতায় ফের টাকার পাহাড়, বালিগঞ্জে অফিস থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *