West Bengal New: সহবাসের জন্য প্রেমিকাকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তরুণীর। এই অভিযোগের উপর ভিত্তি করেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিহারের ঝাড়খন্ড (Bihar Jharkhand News) এলাকার ‘দীনেশ দাস’ কর্মসূত্রে কলকাতায় (Kolkata) আসে এবং সেখানে তার পরিচয় হয় বারুইপুরের (Baruipur) এক বছর বত্রিশের গৃহবধূর সঙ্গে। ধীরে ধীরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর কাজের ফাঁকে গল্প,কলকাতার একাধিক পার্কে চুটিয়ে প্রেম। চলত ভিডিয়ো কলও। দু’জনের মধ্যে প্রেম চলছিল চুটিয়ে। কিন্তু, কয়েক মাস পরেই প্রেমিকের আসল চেহারা সামনে আসে। গৃহবধূর অভিযোগ, দীনেশ অজান্তেই ব্যাগ থেকে তাঁর মোবাইল নিয়ে কিছু গোপন ছবি ভিডিয়ো নিয়ে নেয় এবং তা সামনে রেখে ব্ল্যাকমেইল করতে শুরু করে। প্রথমে ওই ছবি ডিলিট করার দাবিতে দীনেশ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলেও দাবি করেন ওই বধূ। কিন্তু দিনে পর দিন এই ঘটনা চলতে থাকায় তাঁর পরিবারেও অশান্তি শুরু হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওই গৃহবধূ।
97677496
কিন্তু, কোনওভাবেই ওই গৃহবধূকে জীবন থেকে যেতে দিতে রাজি হয়নি
দীনেশ
। শুরু হয় চরম অশান্তি। এদিকে ছবিগুলি সামনে রেখে ব্ল্যাকমেল করলেও দীনেশের সেই দাবি আর মানছিলেন না বধূ, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু, পরে গোপন ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন হোটেলে বধূর ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে দীনেশের বিরুদ্ধে। শেষমেশ ওই গৃহবধূ বারুইপুর থানার দ্বারস্থ হন।
97635960
এই পুরো বিষয়টি জানার পর অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য উদ্যোগী হয় পুলিশ। গৃহবধূকে দিয়ে
কে ফোন করিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন ডাকা হয়। দীনেশ স্টেশনে আসতেই সাদা পোশাকে থাকা পুলিশ দীনেশকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দীনেশের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। তার আসল পরিচয় কী? অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গৃহবধূ মানসিক দিক থেকে বিপর্যস্ত। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে এই ঘটনায় যাবতীয় দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।