স্বামীর সামনেই গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, বর্ধমানে গ্রেফতার ৪

West Bengal News : স্বামীর সামনে স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসায়। মহিলার অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত চার অভিযুক্তের নাম করণ সিং, বিশাল কুমার চৌধুরী, সেলিম খান এবং বাদল কুমার সিং। ধৃত চারজনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Sub Divisional Court) পেশ করা হয়। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত চারজন করণ সিং, বিশাল কুমার চৌধুরী, সেলিম খান এবং বাদল কুমার সিং বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। কাঁকসার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে কাঁকসা থেকে বাঁকুড়া যাচ্ছিলেন। কাঁকসার গোপালপুর এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে সোমবার দুপুর দুটো নাগাদ চার জন যুবক তাঁদের ঘিরে ধরে।

97715255

চার যুবক মিলে ওই মহিলাকে হেনস্থা করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কাঁকসা থানার (Kanksa Police Station) পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান মহিলার স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার ভোর রাতে ওই এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। ধৃত চারজনকে কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে

দুর্গাপুর মহকুমা আদালতে

পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে গোলাপুর এলাকায় একটি ইস্পাত কারখানার সামনে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই দম্পতির সঙ্গে চার যুবকের। অভিযোগ, এরপরেই ওই ব্যক্তির স্ত্রীকে শ্লীলতাহানি করে চার অভিযুক্ত যুবক। মহিলার স্বামী এর প্রতিবাদ করতে গেলে দুজনকেই হেনস্থা করা হয়। ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান ওই দম্পতি। এরপর কাঁকসা থানায় গিয়ে পুরো ঘটনাটি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

97531639

মহিলার অভিযোগের ভিত্তিতেই চার যুবকের খোঁজ শুরু করে পুলিশ। মহিলার দেওয়া বয়ান অনুযায়ী গোপালপুর এলাকাতেই অভিযুক্ত চার যুবককে খুঁজে পেয়ে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। একের পর কেএক

শ্লীলতাহানির

ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানুয়ারি মাসের মাঝামাঝি

বর্ধমান

জেলায় কৃষ্ণসায়র মেলা দেখে ফেরার পথে দুই বোনের শ্লীলতাহানির অভিযোগ ওঠে কিছু যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দুই বোনকে প্রথমে কুপ্রস্তাব দেয় কিছু যুবক। এরপর টানা প্রতিবাদ করলে তাঁদের হাত ধরে টানাটানি করা হয়। বাঁচাতে গিয়ে প্রহৃত হন তাঁদের বাবা মাও। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *