Kolkata Chicken Price:
সম্প্রতি দিন 15 আগেই চিকেনের দর ছিল 200। তবে সম্প্রতি সেই দামে দেখা গেল কিছুটা পতন। গত বেশ কয়েকদিন ধরেই শহর কলকাতায় চিকেনের দর রয়েছে 200-এর নিচেই। তবে সাধারণ মানুষের অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম। বিগত কয়েক দিনে সবজির দাম বেশ কিছুটা বেড়েছে। সেই তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপিও। শীতের মরশুমের এই দুই সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বেশ কিছুটা অস্বস্তিতে রয়েছে আমজনতা। অন্যদিকে মাছের দাম যে সস্তা সেকথাও বলার উপায় নেই। সম্প্রতি রুই মাছের দাম কমলেও অন্য একাধিক মাছের দর রয়েছে চড়াই। এবার দেখে নেওয়া যাক কোন কোন সবজির দাম হঠাৎ করেই বৃদ্ধি পেল।
সবজির বাজার দর (Vegetable Price in Kolkata)
আলু (জ্যোতি) – 10 টাকা থেকে 12 টাকা কেজি
ফুলকপি – পিস 8 টাকা থেকে 10 টাকা
বাঁধাকপি – পিস 10 থেকে 12 টাকা
উচ্ছে – 40 টাকা কেজি
ওলকপি – 20 টাকা কেজি
পেঁয়াজকলি – 35 টাকা থেকে 40 টাকা কেজি
গাজর – 40 টাকা কেজি
97700759
পেঁয়াজ – 30 টাকা কেজি
বেগুন – 30 টাকা থেকে 35 টাকা কেজি
টমেটো – 25 টাকা থেকে 30 টাকা কেজি
সিম – 30 টাকা কেজি
বরবটি – আঁটি 10 টাকা
কড়াইশুঁটি – 40 টাকা থেকে 50 টাকা কেজি
পেঁপে – 20 টাকা কেজি
লেবু – 2 টাকা পিস
পালং শাক – 10 টাকা আঁটি
লাল শাক -8 টাকা আঁটি
ক্যাপসিকাম – 40 টাকা কেজি
বিট – 30 টাকা কেজি
এবার নজর রাখা যাক মাছের বাজারের দিকে (Kolkata Fish Market Price)
রুই – 160 টাকা থেকে 180 টাকা কেজি (গোটা)
রুই – 200 টাকা থেকে 230 টাকা কেজি (কাটা)
কাতলা – 400 টাকা কেজি থেকে শুরু
তেলাপিয়া – 200 টাকা কেজি
ছোট ট্যাংরা – 200 টাকা কেজি
ভোলা – 250 টাকা কেজি (মাঝারি আকার)
পাবদা – 400 টাকা কেজি থেকে দাম শুরু
লোটে – 100 টাকা থেকে 150 টাকা কেজি
গলদা চিংড়ি – 700 টাকা কেজি
বাগদা-চিংড়ি – 350 টাকা কেজি
97697745
এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price)
চিকেন – 165 টাকা থেকে 185 টাকা কেজি
গোটা মুরগি – 130 টাকা থেকে 140 টাকা কেজি
মাটন – 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি