Bangladesh Latest News অটোর মধ্যেই দেহ ব্যবসা? সেখানেই আনাগোনা খদ্দেরদের? আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি বাংলাদেশের ফার্মগেটের। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনের বেলা সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকে। বাইরে থেকে দেখলে কিছু বোঝার উপায় থাকে না। কিন্তু, রাত বাড়লেই এলাকায় দেহ ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এই প্রসঙ্গে তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, অতীতে সেখানে একাধিক অভিযান চালানো হয়েছিল। এরপর আর তাদের দেথা যায় না। পুলিশ এই ধরনের ঘটনা ঠেকাতে উদ্যোগী বলে মন্তব্য করেছেন তিনি।
ঠিক কী অভিযোগ?
বাংলাদেশের ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনি এবং রবিবার ফার্মগেটে বহু নারী মুখ ঢেকে খদ্দেরের অপেক্ষা করেন। তাদের পাশেই অটো দাঁড়িয়ে থাকে। এই অটোতেই দেহ ব্যবসা চলে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, পথচারীদেরও বিভিন্ন অশ্লীল ইশারা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, স্থানীয় এক ভ্যানচালকের দাবি, ওই মহিলাদের মধ্যে অনেকেই প্রতারণার সঙ্গেও যুক্ত। অনেক সময় তারা খদ্দেরকে ভুল বুঝিয়ে অটোতে নিয়ে যায়। এরপর তাঁদের কাছে থাকা মোবাইল, টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। অনেকেই সম্মানহানির ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করে না। ফলে এভাবেই ফুলে ফেঁপে উঠেছে তাদের ব্যবসা।
97635457
ঠিক কী বলছে পুলিশ?
এই প্রসঙ্গে
ওসি বলেন, “ছিনতাইয়ের কোনও অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি। যদি কোনও অভিযোগ জমা পড়ে সেক্ষেত্রে পদক্ষেপ করা হবে।” একইসঙ্গে সেখানে দেবব্যবসা চালানো প্রসঙ্গে তিনি বলেন, “এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমনমূলক অভিযান চালানো হয়। কিন্তু, মাঝে কিছুদিন তা বন্ধ ছিল। যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে ফের অভিযান চালাবে পুলিশ।
97623495
সংশ্লিষ্ট এলাকায় পেশায় এক যৌনকর্মী বলেন, “আমরা পেটের টানে এই কাজ করছি। আধঘণ্টার জন্য আমরা ৫০০ টাকা নিয়ে থাকি। অনেকে সেই টাকা থেকে আমাদের বঞ্চিত করে। আমাদের থেকে টাকা নিয়েও অনেকে পালিয়ে যায় এমন ঘটনাও নেহাত বিরল নয়।” এদিকে এলাকায় এই ধরনের ঘটনার উপদ্রবে স্বাভাবিকভাবেই এলাকাবাসীও বিরক্ত। বাংলাদেশে অপরাধমূলক কাজ দমন করতে উদ্যোগী পুলিশ প্রশাসন। বিভিন্ন যায়গায় প্রহরা থেকে শুরু করে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টিতেও পদক্ষেপ করুক বাংলাদেশ পুলিশ, চাইছেন তাঁরা।