ED Recovered Money In Kolkata : কলকাতায় ফের টাকার পাহাড়, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট

ফের কলকাতায় (Kolkata) উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। এবার ঘটনাস্থল বালিগঞ্জ। কয়লা চোরাচালান মামলায় বুধবার মনজিৎ সিং জিট্টা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত বিপুল পরিমান টাকা বাজেয়াপ্ত হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবসায়ীকে আটক করেছেন ইডি কর্তারা। রাজ্যের বেশ কয়েকটি জনপ্রিয় ধাবার সঙ্গেও ওই ব্যবসায়ীর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি থেকে ৩ সদস্যের একটি দল আসে কলকাতায়। কয়লা কাণ্ডের (Coal Smuggling Case) সূত্র ধরে একাধিক দলে ভাগ হয়ে বুধবার শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান ইডি (ED) কর্তারা। বালিগঞ্জের গড়চা এলাকার মনজিৎ সিং জিট্টা নামে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসেও হানা দেয় ইডির তদন্তকারীরা। ওই ব্যবসায়ীর বাড়ি থেকেই বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ব্য়াগের মধ্যে তাড়া তাড়া নোট রাখা ছিল বলে খবর। 

আত্মসমর্পণ রত্নেশ বর্মার

প্রসঙ্গত, আসানসোলের সিবিআই (CBI) আদালতে আত্মসমর্পণ করেছে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। অভিযোগ, ইসিএলের খনি থেকে পাচার হওয়া কয়লা কোথায় যাবে, কোন গাড়ি কোন গন্তব্যে যাবে, তা পুরোটাই দেখত রত্নেশ। তাকে লাগাতর জেরা করে এই পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আগেও উদ্ধার হয়েছে টাকা

উল্লেখ্য, এই ধরনের পাহাড় প্রমাণ নোটের উদ্ধার কিন্তু এই প্রথম দেখছেন না কলকাতা তথা রাজ্যবাসী। এর আগেও কলকাতা-সহ রাজ্যে একাধিক জায়গা থেকে বান্ডিল বান্ডিল নোটের হদিশ পাওয়া গিয়েছে। তারমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির সময় যে পরিমান টাকা উদ্ধার, তা রাতারাতি রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। একাধিক জায়গা থেকে উদ্ধার হয় টাকা। আর তারপর থেকে বিভিন্ন ঘটনায় রাজ্যে টাকা উদ্ধার ঘটনা লাগাতার জারি রয়েছে। 

আরও পড়ুন – রাজ্যে এবার ‘দুয়ারে পিজি’ কর্মসূচি, ‘রেফার রোগ’ কমবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *