Latest Bengali Jokes: সুখ এবং দুঃখের চক্র জীবনে চলে, তবে আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে সুখী হওয়ার চেষ্টা করতে চান তবে রসিকতা এবং কৌতুকগুলি অনেকাংশে সহায়ক হতে পারে। হাসার অভ্যাস গড়ে তুললে মানসিক রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> গার্লফ্রেন্ড- ফোনে… আমার বাবু খেয়েছে
প্রেমিকের মা – তোর বাবু খায়নি… আড়ং ধোলাই খাবে… চল ফোন রাখ।
> মাস্টার- যে বোকা সে উঠে দাঁড়াও
রমেশ উঠে দাঁড়ালো
মাস্টার- তুমি কি বোকা?
রমেশ- না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন দেখে আমার ভালো লাগছিল না।
> স্বামী- এইটা কি রকম ডাল বানানো, নুন না লঙ্কা, একেবারে ফিকে খেতে ।
সারাদিন মোবাইলে মগ্ন থাকো, কি দিতে হবে খেয়াল রাখো না।
বউ- (রান্নাঘরের বেলন দেখিয়ে) আগে তুমি মোবাইল পাশে রেখে খাবার খাও, কখন থেকে দেখছি,
জলে ভিজিয়ে রুটি খাচ্ছো।
> শিক্ষক- মিঙ্কি যমুনা নদী কোথায় প্রবাহিত হয়?
মিঙ্কি- স্যার মাটিতে!
শিক্ষক- ম্যাপে দেখিয়ে বলো এটা কোথায় প্রবাহিত হয়?
মিঙ্কির দবাব- স্যার, ম্যাপে কীভাবে বয়ে যাবে, মানচিত্র গলে যাবে না।
> একটি টিকটিকিকে নিলাম করা হচ্ছে…
প্রথম দর ছিল দশ লাখ ,
দ্বিতীয় দর পঞ্চাশ লাখ ,
তৃতীয় দর এক কোটি টাকা ।
এরই মধ্যে বিচারক বলেন,
এই টিকটিকিতে এমন কী আছে, মানুষ এত বেশি দর দিচ্ছে।
সেইসময়ে কেউ বলেছে- জজ সাহেব, বউ এই টিকটিকিকে ভয় পায়।
বিচারক- ঠিক আছে, আমার পক্ষ থেকে ২ কোটি টাকা।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)