Joy E-Bike Mihos : মাত্র 999 টাকায় বুকিং! জয় ইলেকট্রিক স্কুটার নিয়ে হইচই বাজারে, কী ফিচার্স?

রেট্রো ডিজাইনের ইলেকট্রিক স্কুটার Joy E-Bike Mihos। যা গত মাসে Auto Expo -তে লঞ্চ করে Wardwizard Innovations and Mobility। আগামী মার্চ মাস থেকে পর্যায়ক্রমে এই স্কুটারের ডেলিভারি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। সম্প্রতি এই স্কুটারের প্রথম ধাপের বুকিং প্রক্রিয়া চালু করলে অভাবনীয় সাড়া পায় সংস্থাটি।

15 দিনেই 18,600 বুকিং আসে বলে জানিয়েছে Wardwizard Innovations। জানা গিয়েছে, এপ্রিল 2023 এর জন্য আগামী 9 ফেব্রুয়ারি থেকে বুকিং চালু করছে সংস্থা। এই

ইলেকট্রিক স্কুটারের

বুকিং করার জন্য টোকেন মূল্য দিতে হবে মাত্র 999 টাকা। ইলেকট্রিক স্কুটারটির এক্স-শোরুম মূল্য রয়েছে 1.35 লাখ টাকা।

Joy E-Bike Mihos : ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

2.5kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক মিলবে এই স্কুটারে। যা ফুল চার্জে টানা 130 km ছুটতে পারবে। এই ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হতে সময় খরচ করে 4-5 ঘন্টা। সংস্থার দাবি, 0-40 kmph গতি তুলতে মাত্র 7 সেকেন্ড সময় নেয় Joy E-Bike Mihos। স্কুটারের টপ স্পিড 70 kmph। ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে কম্বি ব্রেকিং সিস্টেম। সামনে ও পিছনে দু জায়গাতেই রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেক।

97608079

এই স্কুটারের সামনে রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনো রিভার্সিবল স্প্রিং সাসপেনশন। স্কুটারের সাথে মোবাইল কানেক্ট করার Joy E কানেক্ট অ্যাপ ব্যবহার করতে হবে। থাকবে 4.3 ইঞ্চি TFT কালার ডিসপ্লে। Bluetooth এর মাধ্যমে কানেক্ট করা যাবে এই অ্যাপ। এতে মিলবে রিভার্স মোড, অ্যান্টি থেফট এলার্ম, ভেহিকেল ট্র্যাকিং, মিউজিক এবং GPS এর মতো আধুনিক ফিচার ও। এই

ইলেকট্রিক স্কুটারের

কার্ব ওয়েট 110 kg।

96005830

ইলেকট্রিক স্কুটারের বুকিং প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ইয়াতিন গুপ্ত বলেন, অটো এক্সপো 2023-তে Mihos এর জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই স্কুটারে ইলেকট্রিক গাড়ির মতো একটি শক্তিশালী উপাদান, রয়েছে যা হল ডিসাইক্লোপেন্টাডিন (DCPD)। আমাদের গ্রাহকদের উচ্চ চাহিদা দেখে আমরা সন্তুষ্ট এবং Mihos এর ডেলিভারির জন্য সত্যিই উচ্ছ্বসিত যা এই বছরের মার্চ মাসে পর্যায়ক্রমে শুরু হতে চলেছে৷

95355803

চাহিদা মেটাতে এবং গ্রাহকদের আশা-আকাঙ্খা মেটাতে আমাদের পণ্যের পোর্টফোলিও আরও প্রসারিত করা হয়েছে। ইভি স্পেসে মার্কেট শেয়ার বাড়ানোর জন্য দৃঢ়, ফলাফল-ভিত্তিক প্রচেষ্টাও করছি আমরা।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *