Lionel Messi Bangladesh : ভালবাসার প্রতিদান, ফুটবল মাঠে বাংলাদেশের পতাকা নিয়ে নেমে কুর্নিশ আর্জেন্তিনার

বাংলাদেশ বরাবরই ফুটবল পাগল। আর সে দেশের সমর্থকরা বিভিন্ন দেশকে সমর্থন করে আসে। কেউ আর্জেন্তিনার সমর্থক, কেউ আবার ব্রাজিলের। তবে জার্মানি, পর্তুগাল, স্পেনের সমর্থকও কম নেই। তবে সব দেশকে ছাপিয়ে আর্জেন্তিনার সমর্থকই বাংলাদেশে বেশি। বিশ্বকাপ চলার সময় লিওনেল মেসিদের নিয়ে বাংলাদেশের উন্মাদনা গোটা ফুটবল বিশ্বের নজর কেড়েছিল। আর্জেন্তিনাবাসীরও বাংলাদেশের এই উন্মাদনায় মন ভরে গিয়েছিল। আর্জেন্তিনার ফুটবল দলের টুইটার পেজে বাংলাদেশকে নিয়ে একাধিক পোস্ট করা হয়েছিল। এবং বিশ্বকাপ জয়ের পর তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সমর্থন করার জন্য বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্ক্যালোনি। এবার বাংলাদেশের পতাকাকে সম্মান জানাল আর্জেন্তিনা। একটি ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্তিনার পতাকার পেছনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যা দারুণ ভাইরাল হয়েছে।

97597238

মঙ্গলবার আর্জেন্তিনায় একটি ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শিত হয়। এই ছবি ওই লিগের আয়োজকদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘‌আর্জেন্তিনাকে সমর্থন করার জন্য বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব চ্যাম্পিয়নরা বাংলাদেশীদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরপরই গর্বে ভরে গেছে বাংলাদেশীদের হৃদয়।

ছবিতে লাইক দেওয়ার পাশাপাশি অনেকেই শেয়ার করেছেন। একজন শেয়ার করে লিখেছেন, ‘‌লাল-সবুজের বিজয় নিশান উড়তে থাকুক সারা বিশ্বময়। যা দেখে গর্বে মনটা ভরে গেল।’‌ আর একজন আর্জেন্তিনার দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‌এটা সত্যিকারের ভালোবাসার নিদর্শন। ধন্যবাদ প্রিয় টিম আর্জেন্তিনা। দেশের সকল মানুষদেরও ধন্যবাদ।’‌

97551636

তাঁকে নিয়ে বাংলাদেশীদের উন্মাদনার কথা শুনেছিলেন আর্জেন্তিনা দলের অধিনায়ক লিওনেল মেসিও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশি বলেছিলেন,‘‌বাংলাদেশের সমর্থন আমারও চোখে পড়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার সাংবাদিক সোফি মার্টিনেজ আমাকে বাংলাদেশের উন্মাদনার ছবি দেখিয়েছিল। সেই ছবিতে দেখছিলাম, সব জায়গায় ১০ নম্বর জার্সি। আর্জেন্তিনার এই ১০ নম্বর জার্সি পৃথিবীর নানা প্রান্তে দেখাটা সত্যিই আমার কাছে দুর্দান্ত ব্যাপার।’‌ আর্জেন্তিনার কোচ লিওনেল স্ক্যালোনিও বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছিলেন। আর্জেন্তিনা বাসীরা বাংলাদেশের সমর্থন দেখে তাদের রাজধানী বুয়েনস এয়ারসসহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিলেন।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *