Nothing Phone 2 লঞ্চ ঘিরে জোর জল্পনা! এই প্রথম প্রকাশ্যে এল ফিচার্স

2022 সালের জুলাইয়ে লঞ্চ হয়েছিল Nothing Phone 1। সেই ফোন লঞ্চের এক বছরের মধ্যেই নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছেন Nothing প্রধান কার্ল পেই। সম্প্রতি সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন 2023 সালেই লঞ্চ হবে Nothing Phone 2। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারকে পাখির চোখ করে এই ফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সংস্থাটি। Nothing Phone 1 – এ মিডরেঞ্জ প্রসেসর ব্যবহার হলেও কার্ল জানিয়েছেন Nothing Phonr 2 – তে থাকবে ফ্ল্যাগশিপ চিপসেট। এছাড়াও ফোনের সফটওয়্যারে বিশেষ নজর দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন প্রথম বারের জন্য ফাঁস হয়েছে অনলাইনে। Nothing Phone 2 – তে কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন:

MySmartPrice – এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে A065 মডেল নম্বরে লঞ্চ হবে Nothing Phone 2। জানা গিয়েছে এই ফোনে ফ্ল্যাগশিপের ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে। আগেই কার্ল পেই জানিয়েছিলেন 2023 সালে লঞ্চ হবে Nothing Phone 2। সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে 2023 সালের দ্বিতীয়ার্ধে পরবর্তী ফোন লঞ্চ করতে চলেছে Nothing। মনে করা হচ্ছে চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ফোন লঞ্চ হয়ে যেতে পারে।

Nothing Phone 2 – তে থাকতে পারে 12 GB RAM। সঙ্গে Virtual Ram সাপোর্ট থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি। প্রসঙ্গত Nothing Phone 1 – এ ব্যবহার হয়েছিল 4,500 mAh ব্যাটারি। রিপোর্টে আরও জানানো হয়েছে Nothing Phone 1 – এর মতোই কোম্পানির পরবর্তী স্মার্টফোনে থাকতে পারে AMOLED ডিসপ্লে। সেই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট দিতে পারে ব্রিটিশ সংস্থাটি। এছাড়াও ব্যবহার অনুযায়ী বদল হতে পারে রিফ্রেশ রেট। এই ফোনে Qualcomm Snapdragon 8 সিরিজ চিপসেট ব্যবহার হতে পারে। এটাই Qualcomm – এর সবথেকে শক্তিশালী চিপসেট সিরিজ।

97476935

আগেই Nothing প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারকে পাখির চোখ করে লঞ্চ হবে Nothing Phone 2। প্রসঙ্গত 2022 সালে লঞ্চ হওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়নি। কার্ল জানিয়েছিলেন এতদিন কোম্পানির ঝুলিতে পর্যাপ্ত প্রোডাক্ট না থাকার কারণে মার্কিন বাজারে লঞ্চ হয়নি। এবার ঝুলিতে যথেষ্ট প্রোডাক্ট থাকার কারণেই প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশ করতে চলেছে Nothing। গত বছর লঞ্চ হওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন Nothing Phone 1 – এ ব্যবহার হয়েছিল Snapdragon 778G+ চিপসেট। যা Snapdragon 8 সিরিজের চিপসেটগুলির থেকে প্রসেসিং স্পিডের নিরিখে অনেকটাই পিছিয়ে। যদিও ভারতে Nothing Phone 2 লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *