Howrah Amritsar Mail : রেললাইনে ফাটলের ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পঞ্জাব মেল (Punjab Mail)। ঘটনাটি ঘটেছে গাজীপুরের জামানিয়া স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের গাজিপুরের জামানিয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল ছিল। লাইন দিয়ে যাওয়ার কথা ট্রেনটির। আর তা দেখতে পান স্থানীয় যুবক ও রেলকর্মীরা। তাঁদের তৎপরতায় প্রাণ বাঁচল হাওড়া-অমৃতসর ট্রেনের কয়েকশো যাত্রীর। সূত্রের খবর, গাজীপুরের জামানিয়া স্টেশন (Gazipur Zamania Station) থেকে প্রায় তিন কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে ফাটলটি প্রথম দেখেন নাসিম নামে স্থানীয় এক ব্যক্তি। বড়সড় দুর্ঘটনা আঁচ করে নাসিম ফাটলের কথা জানান নিকটর্বতী রেলের গ্যাংম্যানকে। এরপর স্থানীয় ওই বাসিন্দাকে নিয়ে রেলের ওই কর্মী ঘটনাস্থলে আসেন। সেই সময় জামানিয়া রেল স্টেশনের দিকে দ্রুত গতিতে আসছিল হাওড়া-অমৃতসর মেল (Howrah Amritsar Mail)।
97616220
বিপদের আশঙ্কায় দু’জনে মিলে লাল পতাকা দেখিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন। পাশাপাশি নাসিম ও গ্যাংম্যান চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে, ট্রেনের গতি কমান ট্রেনের চালক। থামিয়ে দেন ট্রেনটিকে। যদিও সেই সময় ফাটলের উপর দিয়ে চলে গেছে ট্রেনের একটি অংশ। এরপর বিষয়টি জানানো হয়
রেল কর্তৃপক্ষকে
। ফাটল সারানোর জন্য ঘটনাস্থলে আসে রেলের একটি দল। ফাটল সারানোর কিছুক্ষণ পরে ফের
অমৃতসরের
উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছিল নয়াদিল্লিগামী বৈশালী সুপারফাস্ট ট্রেন। বারাউনি-কাটিহার সেকশনে লাইনে ফাটল দেখতে পান গ্যাংম্যান। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেনটি। বড়সড় দুর্ঘটনার আঁচ করে সঙ্গে সঙ্গে লালপতাকা দেখাতে থাকেন রেলের ওই কর্মী। লাল পতাকা নাড়তে দেখে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। সেই যাত্রায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছিল ট্রেনটি।
97596749
গত ৯ জানুয়ারি স্থানীয় বাসিন্দাদের সক্রিয়তায় বড়সড়
হাত থেকে রক্ষা পেয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখায় একটি লোকাল ট্রেন। ঘটনার দিন বিকেলে ডায়মন্ড হারবার-গুরুদাসনগর স্টেশনের মাঝে ট্রেনলাইনে ফাটল দেখতে পান রয়েকজন যুবক। সেই সময় আসছিল ডায়মন্ড হারবার -শিয়ালদা লোকালটি। তাদের পরনের লাল জামা খুলে ওড়াতে থাকে তারা। লাল জামা ওড়াতে দেখে ট্রেন থামিয়ে দেন চালক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় শিয়ালদাগামী ট্রেনটি। এরপর যুবকরা বিষয়টি স্থানীয় স্টেশনমাস্টারকে জানায়। এরফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। পরে ফাটল মেরামতির পর ওই শাখায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।