বাজেট পেশ মিটতেই ফের রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। এক ধাক্কায় ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল রেপো রেট। যার নির্যাস, রেপো রেট পৌঁঠল ৬.৫ শতাংশে। যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় আরবিআই, তাকেই রেপো রেট বলে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ার জেরে, হোম লোন, পার্সোনাল লোন সহ যাবতীয় ঋণের সুদের হারও বাড়ার সম্ভাবনা প্রবল।
বস্তুত, আরবিআই-এর বক্তব্য, দেশে মুদ্রাস্ফীতির হার অর্থাত্ জিনিসপত্রের দাম বাড়ার হার এখনও অনেকটাই। এই মুদ্রাস্ফীতিতে রাশ টানতেই রেপো রেট বাড়ানো হল। এর আগে রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ। ২৫ বেসিস পয়েন্ট বাড়ার ফলে রেপো রেট বেড়ে হল ৬.৫০ শতাংশ।
এর ফলে ইএমআই-র বোঝা বাড়ার সম্ভাবনাই প্রবল। কারণ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি সুদের হারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা ঋণ নিতে হলে, সেই বাড়তি সুদের বোঝা তারা চাপাবে গ্রাহক ঋণেই।
আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আজ অর্থাত্ বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বৈঠকে। প্রসঙ্গত, করোনাকালে ও পরবর্তী সময়ে একাধিক ঋণনীতিতেই রেপো রেট অপরিবর্তিতই রেখেছিল আরবিআই।
শক্তিকান্ত দাসের কথায়, ‘আশা করছি ২০২৩-২৪ আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে চলে আসবে শীঘ্রই। আমাদের টার্গেটের ৪ শতাংশের একটু বেশিই থাকতে পারে বলে আশা করছি। বিশ্ব অর্থনীতিতে ডামাডোল, জিনিসপত্রের দাম বৃদ্ধি, অশোধিত তেলের দামের ওঠানামার মতো একাধিক সমস্যা চলছে। তবে ভারতের অর্থনীতি ভাল অবস্থাতেই থাকবে বলে আশাবাদী।’