একঘেয়ে ডিম রান্না করে বোর হয়ে যাচ্ছেন? বানিয়ে নিন এই রেসিপি দারুণ স্বাদ হবে!

ডিম রান্না তো সকালই রান্না করেন। কিন্তু এই একঘেয়ে ডিমের ঝোল বা ঝাল খেতে খেতে বোর হয়ে যেতে হয় নিশ্চই। তাহলে তৈরি করে ফেলুন ডিমের অসাধারণ এই পদ, মালাইকারি। ভাবছেন, চিংড়ির মালাইকারি হয়, চিকেনের মালাইকারি হয় তাবলে ডিমের?

আজ্ঞে হ্যাঁ, চিংড়ির মালাইকারি রান্না করতে যা যা লাগে-সবটাই লাগবে। তবে আপনি যদি ঘি খেতে না চান, তাহলে তেল দিয়ে রেঁধে নিতে পারেন। পুষ্টিবিদ বা চিকিৎসকরা বার বার প্রোটিন রাখতে বলেন বিশেষজ্ঞরা। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ডিম খেতে ভালোবাসেন। প্রবাদেই বলে সানডে হো ওর মানডে রোজ খাও আন্ডে। বিশেষজ্ঞ বা চিকিৎসকদের মতে, রোজ ডিম খেলে হার্ট সুস্থ থাকে। মস্তিষ্কের কার্যকারিতাও বেড়ে যায়। আমাদের শরীরে হাড়ও মজবুত রাখে এই ডিম। স্কুলর টিফিন বা অফিসের লাঞ্চে জমে যাবে এই পদটি। অতিথি অ্যাপায়ন করলেও খাওয়াতে পারেন। কেউ হাঁসের ডিম খেতে ভালোবাসেন আবার কেউ মুরগির ডিম খেতে ভালোবাসেন। আপনি এই রেসিপি তৈরি করতে চাইলে যে কোনও ডিমই ব্যবহার করতে পারেন। দেখবেন, চিংড়ি মালাইকারি না খাওয়ার দুঃখ ভুলে যাবেন এ কথা হলফ করে বলা যায়। কী কী লাগছে দেখে নিন

97722583

ডিমের মালাইকারির উপকরণ

সেদ্ধ করে খোসা ছাড়ানো ডিম-২টো

পেঁয়াজবাটা-১০০ গ্রাম

আদা ও রসুনবাটা-৫ গ্রাম

টমেটোবাটা-১০ গ্রাম

গরমমশলাবাটা- পরিমাণমতো

চিনি-১০ গ্রাম

নুন-স্বাদ অনুযায়ী

কাজুবাটা-সামান্য

চারমগজবাটা-সামান্য

নারকেলের দুধ-সামান্য

হলুদগুঁড়ো-পরিমাণমতো

লাল লঙ্কার গুঁড়ো-পরিমানমতো

ঘি/তেল

97682282

ডিমর মালাইকারি তৈরি করতে স্টেপ বাই স্টেপ দেখে নিন

পদ্ধতি

স্টেপ ১

সেদ্ধ করে রাখা ডিমের গায়ে একটু নুন-হলুদ মাখিয়ে নিন। এর পর হালকা করে ভেজে নিন।

স্টেপ ২

এবার কড়াইতে ঘি/তেল গরম করে নিন।

স্টেপ ৩

গরম হয়ে গেলে তাতে পেঁয়াজবাটা দিয়ে দিন। ভালো করে ভেজে নিন।

স্টেপ ৪

এর পর ওর মধ্যে আদা-রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

স্টেপ ৫

মশলাটা ভাজা হলে গেলে টমেটোবাটা ও কাজু-চারমগজবাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। ভালো কষতে শুরু করে দিন।

স্টেপ ৬

মশলা থেকে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে নুন, চিনি, নারকেলের দুধ দিয়ে দিন।

স্টেপ ৭

তরকরি ফুটে গেলে ডিম আর গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন। ভাত বা পোলায়ের সঙ্গে দারুণ লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *