একসঙ্গে বাদ গিল, ঈশান কিষান! জোড়া অভিষেক ঘটিয়ে প্ৰথম টেস্টে নেমে পড়ল টিম ইন্ডিয়া

নাগপুরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। নাগপুরেই টেস্ট অভিষেক ঘটাতে চলেছেন সূর্যকুমার যাদব এবং কেএস ভরত। অন্যদিকে, শেষ ৩৫ বছরে এই প্ৰথমবার অস্ট্রেলিয়া জোড়া অফস্পিনার খেলাতে চলেছে প্রথম একাদশে। টড মার্ফি খেলছেন নাথান লিয়নের সঙ্গে।

ভাইস ক্যাপ্টেন কেএল রাহুলকে বাইরে রেখে শুভমান গিলকে যে প্ৰথম একাদশে খেলানো হবে না, তা কার্যত নিশ্চিতই ছিল। যতই রবি শাস্ত্রীরা গিলের হয়ে ব্যাট ধরুন না কেন, রাহুলের ওপরেই ওপেনিংয়ে আস্থা রাখলেন কোচ দ্রাবিড় সহ টিম ম্যানেজমেন্ট। পাঁচ নম্বর পজিশনেও সূর্যকুমার যে অভিষেক ঘটাতে চলেছেন, তা প্রত্যাশিতই ছিল। তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়ার একাদশে কে সুযোগ পান, সেটাই ছিল দেখার।

ঋষভ পন্থ নেই। এমন অবস্থায় ভাবা হচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার নিরিখে ঈশান কিষানের হাতেই টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হবে। তবে শ্রীকর ভরতকে অভিষেক ঘটানোর সুযোগ করে দিয়ে কিছুটা চমকই দিল টিম ম্যানেজমেন্ট।

বিস্তারিত আসছে…

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *