রবিচন্দ্রন অশ্বিন খেলতে নামা মানেই একেরপর এক রেকর্ড। সাদা বলের ক্রিকেট থেকে দূরে সরে গেলেও তিনিও টেস্ট ক্রিকেটে নিজের দাপট বজায় রেখেছেন। লম্বা সময় পর জাতীয় দলে কামব্যাক করে তিনি নিলেন ৩ উইকেট। এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আন্তর্জাতিক উইকেটে ৪৫০টা টেস্ট উইকেট নিলেন। অনিল কুম্বলেকে টপকে তিনি ভারতীয় হিসেবে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে উঠে গেলেন। ৮৯ টেস্টে তিনি এই উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বল করতে নেমে অশ্বিন নিলেন ৩ উইকেট। মাত্র ৪২ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন।
97767478
৮৯টা টেস্টে অশ্বিন নিলেন ৪৫০টা উইকেট। তিনি দ্রুততম ভারতীয় হিসেবে এই নজির তৈরি করলেন। বিশ্বের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথািয়্যা মুরলিধরন। তিনি ৮০টা টেস্টে নিয়েছেন ৪৫০টা উইকেট। অশ্বিন এই অজিদের বিরুদ্ধে সিরিজে উইকেট নেওয়া শুরু করেন ৫৪তম ওভারে। অ্যালেক্স ক্যারেকে ফেরান তিনি। সঙ্গে সঙ্গে তিনি ৪৫০ মত উইকেট নিলেন। ৪৪৯টা উইকেট নিয়ে তিনি শুরু করেছিলেন বর্ডার গাভাসকার ট্রফি।
97767928
অশ্বিনের দ্বিতীয় শিকার প্য়াট কামিন্স। ৬ রান করে আউট হন কামিন্স। কোহলির হাতে ক্যাচ তুলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এরপর শেষে স্কট বোল্যান্ডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন অশ্বিন। প্রথম দিন থেকে বল স্পিন করতে থাকে। SG বল দিনের মাঝামাঝি সময়ে নরম হতে থাকে। ফলে সুবিধা পেতে শুরু করেন ভারতের স্পিনাররা। সেই সময় অশ্বিন হ্যান্ডসকম্বের সঙ্গে পার্টনারশিপ তৈরি করা ক্য়ারিকে ফিরিয়ে দেন।
97755406
ম্যাচের শুরুতে পেসাররা সুবিধা পেতে থাকেন। শুরুতে উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারকে ফেরান মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। অন্যতম সেরা স্পেলে ওয়ার্নারকে ফেরান সামি। ম্যাচের শুরুতে প্রথম ২০ মিনিটের মধ্যেই পেসাররা ফেরান অজিদের দুই ওপেনারকে। সিরাজের ইনস্যুইঙ্গারে ফেরেন খোয়াজা। এদের পাশাপাশি দাপট দেখান রবীন্দ্র জাদেজা। তিনি প্রত্যাবর্তন ম্যাচে ৫ উইকেট নিলেন। ২২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া। ৬৩.৫ ওভারে ১৭৭ রানে শেষ হয়ে য়ায়। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন লাবুশানে। ৩৬ রান করেন অ্যালেক্স ক্যারে। ৩১ রান করেন পিটার হ্যান্ডসকম্ব।